Homeখেলাধুলাগৌতম গম্ভীরকে ইমেইলের মাধ্যমে প্রাণনাশের হুমকি

গৌতম গম্ভীরকে ইমেইলের মাধ্যমে প্রাণনাশের হুমকি


ভারত জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ও প্রাক্তন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর ইমেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়েছেন। ইমেলটির বিষয় ছিল ‘ISIS’ এবং তাতে লেখা ছিল মাত্র তিনটি শব্দ—“I kill you” (আমি তোকে মেরে ফেলব)।

ঘটনার পরপরই গম্ভীর দিল্লির রাজেন্দ্র নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। দিল্লি পুলিশের সাইবার সেল ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে, এবং হুমকির উৎস খুঁজে বের করার কাজ চালাচ্ছে।

দিল্লি পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গৌতম গম্ভীরের সঙ্গে যুক্ত একটি ইমেল আইডিতে একটি হুমকিমূলক বার্তার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন। তিনি আগে থেকেই দিল্লি পুলিশের সুরক্ষায় রয়েছেন, তবে নিরাপত্তা নিয়ে বিস্তারিত বলা আমাদের নীতির মধ্যে পড়ে না।’

এই হুমকি এমন সময়ে এসেছে, যখন মাত্র দু’দিন আগেই জম্মু-কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের ওপর হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। ওই হামলায় নিহত হন ২৬ জন। ওই ঘটনায় ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের একটি সংগঠন জড়িত ছিল, যা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার একটি শাখা।

সোমবার গম্ভীর এক্স (পূর্বতন টুইটার)-এ পোস্ট করে ওই হামলার তীব্র নিন্দা করেন। তিনি লেখেন, ‘নিহতদের পরিবারের জন্য প্রার্থনা। যারা এই ঘটনার পেছনে রয়েছে, তাদের উপযুক্ত শাস্তি পেতে হবে। ভারত জবাব দেবে।’

উল্লেখ্য, ২০২১ সালেও গম্ভীর ‘আইএসআইএস কাশ্মীর’-এর তরফ থেকে এমন হুমকি পেয়েছিলেন। সম্প্রতি তিনি ফ্রান্স থেকে পারিবারিক সফর সেরে দেশে ফেরেন এবং আইপিএল চলাকালীন জাতীয় দলের কোচ হিসেবে কিছুটা বিশ্রামে রয়েছেন। জুলাই ২০২৪-এ রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়ে তিনি ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন।

যদিও সাম্প্রতিক সময়ে গম্ভীরের কোচিংয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ জয় করে উজ্জ্বল সাফল্য পেয়েছে, তবে তার কোচিংয়ের শুরুটা ছিল কঠিন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ হার এবং ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ০-৩ ব্যবধানে হার, এরপর অস্ট্রেলিয়ার মাটিতে ১-৩ সিরিজ হার ও বর্ডার-গাভাস্কার ট্রফি হাতছাড়া—এই সবই তাকে চাপে ফেলে দেয়।

বর্তমানে নিরাপত্তা বাহিনী এই হুমকির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত