Homeখেলাধুলাক্লাসিকো জয়ের পর রিয়াল মাদ্রিদকে পিকের খোঁচা

ক্লাসিকো জয়ের পর রিয়াল মাদ্রিদকে পিকের খোঁচা


বার্সেলোনার সাবেক ডিফেন্ডার ও কিংবদন্তি জেরার্ড পিকে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দলের জয় উদযাপন করতে সামাজিক মাধ্যমে একটি খোঁচামূলক বার্তা পোস্ট করেছেন।

শনিবার (২৬ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে রবার্ট লেভানডভস্কির জোড়া গোল এবং লামিন ইয়ামাল ও রাফিনিয়ার দেরিতে করা দুটি গোলের মাধ্যমে রিয়াল মাদ্রিদকে ৪-০ ব্যবধানে হারিয়ে লা লিগায় শীর্ষস্থান আরও মজবুত করে বার্সেলোনা। এই বড় জয়ে আনন্দিত পিকে টুইটারে লিখেছেন, ‘আমরা (বার্সেলোনা) অনন্য। ওরা (মাদ্রিদ) কখনোই আমাদের মতো হতে পারবে না। লা মাসিয়ার সব তরুণদের নিয়ে কী অসাধারণ পারফরম্যান্স। গর্বের বিষয়।’

বার্সেলোনার হয়ে ২০০৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ৬১৬ ম্যাচ খেলা এবং অসংখ্য শিরোপা জেতা পিকে রিয়ালের বিরুদ্ধে এই জয়ে গর্বিত বোধ করছেন। এই জয়ের ফলে হানসি ফ্লিকের বার্সেলোনা দল বর্তমানে লিগে ছয় পয়েন্টে এগিয়ে রয়েছে এবং লিগ শিরোপার দৌড়ে এগিয়ে যাওয়ার জন্য আরও আত্মবিশ্বাসী।

বার্সেলোনা তাদের পরবর্তী ম্যাচে ৩ নভেম্বর এস্পানিওলকে আতিথ্য দেবে এবং এরপর ৬ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে খেলতে মাঠে নামবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত