বাংলাদেশের আসন্ন সফরসূচিতে এলো বড় পরিবর্তন। মে মাসে পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের, কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিবর্তে এখন দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। মূল লক্ষ্য—২০২৫ সালের এশিয়া কাপ ও ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি।
ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী মে মাসে পাকিস্তান সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু দুই বোর্ডের আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, ওয়ানডে সিরিজ বাদ দিয়ে পুরো সফরটাই টি-টোয়েন্টির জন্য রাখা হবে। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বকাপের প্রস্তুতিকে প্রাধান্য দিয়েই এই পরিবর্তন আনা হয়েছে।
বিসিবির এক কর্মকর্তা ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এ নিয়ে বলেন, ‘আমরা পাকিস্তান সফরে টি-টোয়েন্টি খেলব, কারণ এটি আমাদের এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ। ওয়ানডে সিরিজ খেলার পরিকল্পনা ছিল, তবে বিশ্বকাপের দিকে তাকিয়ে আমরা টি-টোয়েন্টিতেই বেশি গুরুত্ব দিচ্ছি।’
শুধু পাকিস্তান সফরই নয়, জুলাই মাসে বাংলাদেশ সফরেও আসবে পাকিস্তান দল। ঢাকায় ২০, ২২ ও ২৪ জুলাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। এই সিরিজটি এফটিপির অংশ ছিল না, তবে সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় বিসিবি ও পিসিবি কর্তারা আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করেন।
পাকিস্তান সফরের পরপরই বাংলাদেশ দল আবার এশিয়া কাপের জন্য প্রস্তুতি শুরু করবে, যেটি ২০২৫ সালের সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে। এরপর ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা আয়োজিত হবে ভারত ও শ্রীলঙ্কায়।
বিশ্বকাপের জন্য দুই দল কতটা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে, সেটাই এখন দেখার বিষয়!