এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের কঠিন গ্রুপে পড়ল বাংলাদেশ। ইরানের রাজধানী তেহরানের অদূরের পারদিস শহরে বৃহস্পতিবার (৬ মার্চ) শুরু হতে যাওয়া আসরের ‘এ’ গ্রুপে লাল-সবুজদের সঙ্গী এশিয়ার পরাশক্তি ভারত। গ্রুপে আছে নারী কাবাডিতে সাম্প্রতিক সময়ে উন্নতি করা থাইল্যান্ড। আরেক দল মালয়েশিয়া।
সাত জাতির আসরে ‘বি’ গ্রুপে রয়েছে তিন দেশ—স্বাগতিক ইরানের সঙ্গী হয়েছে ইরাক ও নেপাল। আগামীকাল ‘বি’ গ্রুপের ইরান ও ইরাকের মধ্যেকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আসরটি। সকালের সেশনের আরেক ম্যাচে থাইল্যান্ড খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। এ সেশনের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে শক্তিশালী ভারতের বিপক্ষে। বিকেলের সেশন শুরু হবে বাংলাদেশের ম্যাচ দিয়ে—
লাল-সবুজদের প্রতিপক্ষ মালয়েশিয়া। অন্য দুই ম্যাচে মুখোমুখি হবে নেপাল-ইরাক এবং ভারত-থাইল্যান্ড। শুক্রবার নিজেদের শেষ গ্রুপ ম্যাচে থাইল্যান্ডের মোকাবিলা করবে বাংলাদেশ।
২০০৫ সালে শুরু হওয়া নারী এশিয়ান চ্যাম্পিয়নশিপের অভিষেক আসরে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। মাঝে চার আসরে পদকশূন্য বাংলাদেশ। এবার পদক পুনরুদ্ধারের লক্ষ্যে ইরান গেছে লাল-সবুজরা। আসরে ইরান ও ভারতকে এগিয়ে রাখলেও ব্রোঞ্জ জয়ের সক্ষমতা বাংলাদেশের রয়েছে—এমনটা বলে গেছেন কোচ শাহনাজ পারভীন মালেকা। সে সক্ষমতার প্রমাণ দিতে হলে গ্রুপ ম্যাচে মালয়েশিয়া এবং থাইল্যান্ডকে হারাতে হবে।