Homeখেলাধুলাএমি মার্তিনেজের চোটে আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তার ছায়া

এমি মার্তিনেজের চোটে আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তার ছায়া


আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজকে নিয়ে শঙ্কা বাড়ছে। জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে যিনি গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে বাঁচানোর ক্ষমতা রাখেন, সেই মার্তিনেজই এবার চোটের শিকার। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে অ্যাস্টন ভিলার ম্যাচে প্রথমার্ধ শেষে তাকে বদলি করা হয়, যা আর্জেন্টিনা শিবিরে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে তার অনুপস্থিতি স্ক্যালোনির পরিকল্পনাকে বড় ধাক্কা দিতে পারে। এখন তার চোট কতটা গুরুতর, সেটি জানতে নতুন করে মেডিকেল পরীক্ষার অপেক্ষায় থাকতে হবে।

চেলসির বিপক্ষে আগের ম্যাচেই মার্তিনেজ তার অ্যাডাক্টর মাসলে ব্যথা অনুভব করেছিলেন। যদিও অনুশীলনে কিছুটা স্বস্তিতে ছিলেন, তবুও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলতে নেমে ফের ব্যথা পান। এরপর কোচ উনাই এমেরির সঙ্গে পরামর্শ করে দ্বিতীয়ার্ধে নামার ঝুঁকি নেননি তিনি।

প্রথমার্ধেই ক্রিস্টাল প্যালেসের সেনেগালিজ তারকা ইসমাইলা সার একটি গোল করেন, যেখানে দিবুর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। প্রথম শট প্রতিহত করলেও বল তার কাছ থেকে ছিটকে পড়ে, যা সহজেই জালে ঠেলে দেন সার।

দ্বিতীয়ার্ধে সুইডিশ গোলরক্ষক রবিন ওলসেনকে বদলি হিসেবে নামানো হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। মর্গান রজার্সের গোল ভিলার সমতায় ফেরার আশা জাগালেও, এরপরই জঁ-ফিলিপ মাতেতা, সার ও বদলি খেলোয়াড় এডি এনকেটিয়ার গোল ভিলার পরাজয়ের ব্যবধান আরও বাড়িয়ে দেয়।

আর্জেন্টিনা জাতীয় দল মার্চ মাসে দুটি গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে- ২১ মার্চ উরুগুয়ের বিপক্ষে মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে এবং ২৫ মার্চ ব্রাজিলের বিপক্ষে বুয়েনস আইরেসের মনুমেন্টালে। স্ক্যালোনির দল এখন উদ্বেগ থাকবে মার্তিনেজের ফিটনেস নিয়ে। যদি তিনি লম্বা সময়ের জন্য ছিটকে যান, তাহলে আর্জেন্টিনার গোলপোস্টে বড় ধাক্কা আসতে পারে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত