Homeখেলাধুলাএমবাপ্পের লাল কার্ডের পর রিয়ালের কষ্টের জয়

এমবাপ্পের লাল কার্ডের পর রিয়ালের কষ্টের জয়


স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে আলাভেসের মাঠে ১-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে এই জয় সহজ ছিল না। প্রথমার্ধে গোলের পাশাপাশি বড় এক ধাক্কাও খেয়েছে রিয়াল। ম্যাচের ৩৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পে ভয়ঙ্কর এক ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন। তখনো ১-০ গোলে এগিয়ে ছিল রিয়াল। এক সময় মনে হচ্ছিল, হয়তো ম্যাচ হাতছাড়া হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত দশজনের দল নিয়েই তিন পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই দুই দল চেষ্টা করছিল ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার। তবে ৩০ মিনিটে রিয়ালের হয়ে জয়সূচক গোলটি করেন এদুয়ার্দো কামাভিঙ্গা। ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে আলাভেসের গোলকিপারকে পরাস্ত করেন তিনি। এই গোলের পর রিয়াল আরও কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।

৩০ মিনিটে গোল পাওয়ার পর রিয়াল ম্যাচের নিয়ন্ত্রণ নিচ্ছিল। ঠিক তখনই ঘটে বিপত্তি। ৩৭ মিনিটে এমবাপ্পে দুই পায়ে ভয়ঙ্কর ট্যাকল করেন আলাভেসের খেলোয়াড় আন্তোনিও ব্লাঙ্কোকে। রেফারি বিন্দুমাত্র দেরি না করে সরাসরি লাল কার্ড দেখান ফ্রেঞ্চ সুপারস্টারকে। এতে রিয়াল পড়ে যায় বড় চাপে।

দশজনের দল নিয়ে রিয়াল বাকি সময়টা রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল। আলাভেসও একের পর এক আক্রমণ চালায়। তবে তারা গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে আলাভেসের মানুয়েল সানচেজ ভিনিসিয়ুস জুনিয়রকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দুই দলই সমান সংখ্যক খেলোয়াড়ে নামে। এরপর রিয়াল আরও কয়েকটি সুযোগ পেলেও গোল বাড়াতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

এই জয়ে রিয়াল মাদ্রিদ ৩ পয়েন্ট যোগ করে লা লিগা টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। শীর্ষে থাকা বার্সেলোনার থেকে এখন ৪ পয়েন্ট পিছিয়ে আছে আনচেলত্তির দল।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত