Homeখেলাধুলাএমবাপ্পের বকেয়া বেতন ইস্যুতে বড় বিপদে পিএসজি!

এমবাপ্পের বকেয়া বেতন ইস্যুতে বড় বিপদে পিএসজি!


রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে দাবি করেছেন, তার সাবেক ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) এখনো তাকে ৫৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ৫২১ কোটি টাকা) বেতন দেয়নি। এ নিয়ে এমবাপ্পের আইনজীবীরা উয়েফাকে অনুরোধ করেছেন পিএসজির চ্যাম্পিয়নস লিগ লাইসেন্স যেন বাতিল করা হয়।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, এমবাপ্পের আইনি টিম বিষয়টি ফেব্রুয়ারি ২০২৪-এ প্রথম অভিযোগ আকারে তোলে। পিএসজি এই বকেয়া মেটাতে ব্যর্থ হওয়ায়, এবার তারা সরাসরি উয়েফাকে জানিয়ে কঠোর ব্যবস্থা চাচ্ছেন।

এমবাপ্পের প্রধান আইনজীবী ডেলফিন ভেরেহেডেন বলেন, ‘চুক্তি ছিল, খেলোয়াড় নিজের দায়িত্ব পালন করেছে, কিন্তু পিএসজি এখনো টাকা দেয়নি। এটা শুধু খেলোয়াড় নয়, পুরো সিস্টেমের বিরুদ্ধেই অসম্মানজনক।’

এদিকে উয়েফার ক্লাব লাইসেন্স নীতিমালায় স্পষ্ট বলা আছে, কোনো ক্লাব যদি খেলোয়াড় বা কর্মীদের বকেয়া পরিশোধ না করে, তাহলে তাদের ইউরোপিয়ান টুর্নামেন্টে অংশ নিতে দেওয়া হবে না।

এদিকে, ফ্রান্সের লিগ কর্তৃপক্ষ এলএফপি গত বছর এমবাপ্পের পক্ষে রায় দিলেও, ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন সেই রায় খারিজ করে। ফলে, এমবাপ্পের পক্ষ থেকে এই মামলাটি এখন আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে।

এই আইনি লড়াইয়ের মাঝেই এমবাপ্পে বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামছেন। তবে মাঠের বাইরের এই যুদ্ধ যে পিএসজির জন্য বড় ধাক্কা, তা আর বলার অপেক্ষা রাখে না।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত