Homeখেলাধুলাএবার রেলিগেশনের স্বাদ পেলেন এমবাপ্পে

এবার রেলিগেশনের স্বাদ পেলেন এমবাপ্পে


চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, ডান অ্যাঙ্কেলে চোট—সবকিছু মিলিয়ে কঠিন এক সপ্তাহ কাটছে কিলিয়ান এমবাপ্পের। তবে বাস্তবতা আরও নির্মম হয়ে ধরা দিল। কারণ, এমবাপ্পে প্রথমবারের মতো স্বাদ পেলেন অবনমনের। না, ভয় পাওয়ার কিছু নেই রিয়াল মাদ্রিদ অবনমিত হয়নি, বলা হচ্ছে এমবাপ্পের মালিকানাধীন ক্লাব এসএম কাঁ-এর কথা। প্রথমবারের মতো এমবাপ্পের মালিকানাধীন ক্লাবটি অবনমিত হয়ে গেছে ফরাসি ফুটবলের তৃতীয় বিভাগে।

ফ্রান্সের দ্বিতীয় স্তর লিগ ২ থেকে ন্যাশনালে নামতে হয়েছে এমবাপ্পের ক্লাবকে, কারণ তারা মারতিগের বিপক্ষে ৩-০ গোলে হেরে গেছে। এই পরাজয়ের ফলে, ক্লাবটির পক্ষে অবনমন এড়ানোর আর কোনো সুযোগ রইল না।

গত বছর জুলাইয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির কয়েক দিন পরই এমবাপ্পে প্রায় ১৫ মিলিয়ন ইউরো খরচ করে এসএম কাঁ-এর ৮০ শতাংশ শেয়ার কিনেছিলেন। মার্কিন বিনিয়োগ সংস্থা ওকট্রির কাছ থেকে শেয়ার কিনে ফরাসি তারকা নিজের পরিবার-চালিত ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠান ‘কোয়ালিশন ক্যাপিটালের’ মাধ্যমে ক্লাবটির মালিকানা গ্রহণ করেন।

কিন্তু তার বিনিয়োগ যেন ডুবে গেল এক মৌসুমেই। ফ্রান্সে ধারণা করা হচ্ছে, ন্যাশনালে অবনমন এসএম কাঁ-এর জন্য আরও ১৫ মিলিয়ন ইউরোর ঘাটতি সৃষ্টি করবে, ক্লাবের বর্তমান কাঠামো বজায় রাখতে যা আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এমবাপ্পের জন্য।

মাত্র ২৫ বছর বয়সে একটি পেশাদার ক্লাবের মালিক হওয়ার বিরল রেকর্ড গড়েছেন এমবাপ্পে। ২০১৩ সালে এই ক্লাবে ট্রায়াল দিয়েছিলেন তিনি, যদিও পরে যোগ দেন মোনাকোতে।

সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, মৌসুম শুরুর আগে এসএম কাঁকে ধরা হচ্ছিল প্রথম স্তরে উন্নীত হওয়ার অন্যতম সম্ভাবনাময় দল হিসেবে। কিন্তু মৌসুমের শেষভাগে এসে তারা এখন ৩১ ম্যাচে মাত্র ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে।

চোট, হতাশা ও আর্থিক ধাক্কার এই ত্রিফলা আঘাতে এবারের এপ্রিলে এমবাপ্পে যেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় পার করছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত