Homeখেলাধুলাএবার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

এবার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ


চলমান বিপিএলে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংসের মধ্যকার ম্যাচে সন্দেহের তালিকায় যুক্ত হয়েছেন অভিজ্ঞ স্পিনার আরাফাত সানি। গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ম্যাচে চিটাগাং কিংস বড় ব্যবধানে জয় পায়। ওই ম্যাচে সানি ৪ ওভারে ৪১ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন। তবে ম্যাচ শেষে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন মাঠের আম্পায়াররা, যা পরে ম্যাচ রেফারির কাছে রিপোর্ট করা হয়।

বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ উঠলে নিয়ম অনুযায়ী ৭ দিনের মধ্যে পরীক্ষায় বসতে হয়, তবে সে সময়ের মধ্যে ম্যাচ খেলা নিষিদ্ধ নয়। সে অনুযায়ী, সানি গত ম্যাচেও খেলেছেন এবং আগামীকাল খুলনার বিপক্ষে কোয়ালিফায়ারেও অংশ নিতে পারবেন। তবে ৬ ফেব্রুয়ারি তাকে পরীক্ষার মুখোমুখি হতে হবে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দেশের একটি গণমাধ্যম নিশ্চিত করেছে।

এর আগেও, ২০১৫ সালে একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন সানি, তবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুনরায় স্বাভাবিকভাবে খেলতে পেরেছিলেন। চলতি বিপিএলে চিটাগং কিংসের আরেক স্পিনার আলিস আল ইসলামও একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। বরিশালের বিপক্ষে ১৯ জানুয়ারি ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয় এবং ২৫ জানুয়ারি মিরপুরে পরীক্ষায় বসে বৈধতার ছাড়পত্র পান তিনি।

এবারের বিপিএলে সানির পারফরম্যান্স খুব একটা উজ্জ্বল নয়। ৯ ইনিংসে বল করে ২৪৯ রান দিয়ে ১০টি উইকেট নিয়েছেন, ওভারপ্রতি তার ইকোনমি ৮-এর বেশি। এখন দেখার বিষয়, আসন্ন পরীক্ষায় তিনি সফল হতে পারেন কিনা, নাকি সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়বেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত