Homeখেলাধুলাউন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো তামিমকে

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো তামিমকে


বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে উন্নত চিকিৎসার জন্য সাভার থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। যদিও চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন, তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হবে এবং এ সময়ের মধ্যে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ হতে পারে, তবে পরিবারের সিদ্ধান্তে মঙ্গলবার সন্ধ্যায় তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সাভারের কেপিজে হাসপাতাল থেকে তামিমকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। রাত ৮টা ৩৭ মিনিটে সেখানে পৌঁছান তিনি। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে অ্যাম্বুলেন্সটি হাসপাতালে প্রবেশ করে।

সাভার থেকে ঢাকায় আনার সময়ই প্রথমবারের মতো তামিমকে জনসম্মুখে দেখা যায়। হুইলচেয়ারে বসানো অবস্থায় তাকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। এর আগে বিকেলে তাকে দেখতে হাসপাতালে যান মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান।

তিনি জানান, ‘তামিমের অবস্থা এখন স্থিতিশীল। তার চিকিৎসা সাভারেও ভালোভাবে হয়েছে। তবে উন্নত চিকিৎসার কথা মাথায় রেখে পরিবার সিদ্ধান্ত নিয়েছে তাকে ঢাকায় নেওয়ার।‘

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর জানিয়েছেন, তামিম এখন অনেকটাই সুস্থ। তিনি স্বাভাবিকভাবে কথা বলছেন ও খাবার গ্রহণ করতে পারছেন। তবে হৃদরোগের ঝুঁকি থাকায় আগামী ৭২ ঘণ্টা তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। চিকিৎসকরা আরও জানিয়েছেন, আগামী তিন মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তামিমকে। এ সময় তিনি বাসায় থেকেই স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন, তবে খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে পরবর্তী পরীক্ষার ভিত্তিতে।

এদিকে, রাত ১০টায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাসপাতালে তামিমকে দেখার কথা রয়েছে। তামিমের সুস্থতার জন্য শুভাকাঙ্ক্ষীদের দোয়া কামনা করেছে তার পরিবার।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল এই ওপেনারের দ্রুত সুস্থতা কামনা করছে পুরো দেশ। তার ফেরার অপেক্ষায় ক্রীড়ামোদীরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত