Homeখেলাধুলাউইন্ডিজদের ধবলধোলাই করে যা বললেন অধিনায়ক লিটন

উইন্ডিজদের ধবলধোলাই করে যা বললেন অধিনায়ক লিটন


সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের লক্ষ্য দিয়ে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে সহজেই জয় তুলে নেয় বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচ শেষে সিরিজের ট্রফি হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের কাছে। তবে লিটন এই গৌরবের মুহূর্তে ডেকে নেন তরুণ পেসার রিপন মন্ডলকে। পুরো দল রিপনের পাশে দাঁড়িয়ে ক্যামেরার সামনে উচ্ছ্বাস প্রকাশ করে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন দাস বলেন, ‘আমরা টেস্ট এবং ওয়ানডেতেও ভালো খেলেছি। দুর্ভাগ্যবশত জিততে পারিনি, তবে আমাদের আত্মবিশ্বাস ছিল। আমরা জানি, আমাদের দলে ভালো বোলার আছে এবং রান করতে পারলে সেটি রক্ষা করতে পারব।’

তিনি আরও বলেন, ‘ফিল সিমন্স (প্রধান কোচ) আমাদের উপর কোনো চাপ দেননি। আমরা স্বাভাবিকভাবে খেলতে পেরেছি। শুধু তিনি নয়, পুরো কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টই খুব সহায়ক ছিল। আমরা দিন দিন উন্নতি করছি। এই উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল এবং আমাদের বোলাররা যে চরিত্র দেখিয়েছে, তা অসাধারণ।’

১৯০ রানের লক্ষ্যে শুরুতেই তাসকিন আহমেদ এবং শেখ মেহেদি হাসানের তোপে বিধ্বস্ত হয় ওয়েস্ট ইন্ডিজ। রিশাদ হোসেনের ৩ উইকেট এবং তাসকিনের গুরুত্বপূর্ণ ২ উইকেট বাংলাদেশের জয়কে সহজ করে দেয়।

লিটন দাস বলেন, ‘ওদের ব্যাটিং অর্ডার শক্তিশালী, তারা পাওয়ার হিটিংয়ে পারদর্শী। এরপরও আমরা ১৯০ রান ডিফেন্ড করেছি, এটা বড় অর্জন।’

এই জয়ের মাধ্যমে বাংলাদেশ সিরিজে নিজেদের আধিপত্য প্রমাণ করল। দলীয় পারফরম্যান্সের পাশাপাশি তরুণদের আত্মবিশ্বাসও বেড়ে গেল। লিটন দাসের মতে, ‘আগামীতে যখনই খেলব, ভালো খেলতে হবে এবং আরও শক্তভাবে ফিরে আসতে হবে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত