Homeখেলাধুলাইমনের শতক, বাবুর ঝোড়ো ইনিংসে জয়ে ফিরল আবাহনী-মোহামেডান

ইমনের শতক, বাবুর ঝোড়ো ইনিংসে জয়ে ফিরল আবাহনী-মোহামেডান


ঢাকা প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়াল আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। হারে শুরুর পর বৃহস্পতিবার (০৬ মার্চ) দু’দলই বড় ব্যবধানে জিতেছে। আবাহনী ১৬২ রানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডানের জয় ৭ উইকেটে। আরেক ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব।

বিকেএসপি ৪ নাম্বার মাঠে টস জিতে আবাহনীকে ব্যাটিংয়ে পাঠায় গুলশান ক্রিকেট ক্লাব। পারভেজ হোসেন ইমনের ১২৬ রানের অনবদ্য ইনিংস এবং মোহাম্মদ মিথুনের ৭২ রানের কল্যাণে আবাহনী নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩২৩ রানের বড় সংগ্রহ গড়ে। ১২৪ বলে সাজানো ইনিংসে ৯ চার এবং ৮ ছক্কা মারেন ইমন। মিথুনের ৬৫ বলের ইনিংস সমৃদ্ধ ছিল ৬ চার এবং ৩ ছক্কায়। গুলশান ক্লাবের আসাদুজ্জামান পায়েল ৩ উইকেট নিয়েছেন; ২ উইকেট নিয়েছেন আজিজুল হাকিম তামিম।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে মৃত্যুঞ্জয় চৌধুরী ও রাকিবুল হাসানের বোলিং তোপে দিশেহারা ছিল গুলশান ক্লাব। ২৯.৪ ওভারে ৯ উইকেটে ১৬১ রান করে দলটি। গুলশানের রায়হান আলী ইকরাম ব্যাটিং করতে নামেননি। মৃত্যুঞ্জয় চৌধুরী ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন; ৪০ রানে ৪ উইকেট নিয়েছেন রাকিবুল হাসান।

শেরেবাংলা স্টেডিয়ামে টস জয়ী মোহামেডান প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ব্যাটিংয়ে পাঠায়। ঐতিহ্যবাহী ক্লাবটির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২২ রান তোলে রূপগঞ্জ টাইগার্স। আল আমিন জুনিয়র ৪১ এবং তানবির হায়দার ৩৭ রান করেন। মোহামেডানের এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নিয়েছেন। জবাবে মাহিদুল হাসান অঙ্কনের অপরাজিত ৮১ ও তৌহিদ হৃদয়ের অপরাজিত ৭৪ রানের ইনিংসে ৩৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান।

উত্তেজনার রেণু ছড়ানো আরেক ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৩ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। প্রথমে ব্যাট করতে নামা পারটেক্স শামীম পাটোয়ারীর ৬৯ এবং শাহাদাত দীপুর ৬৪ রানের কল্যাণে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৯ রান করে। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারানো পারটেক্স আলাউদ্দিন বাবুর অতিমানবীয় ইনিংসের কল্যাণে ১২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে। ৩২ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। সাব্বির রহমান ৫৩ রানের ইনিংস খেলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত