ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেন লিওনেল মেসি, আর ফিরেই দেখালেন পুরনো ঝলক! মাত্র দুই মিনিটেই গোলের জালের ঠিকানা খুঁজে নিলেন তিনি, ইন্টার মায়ামিকে এনে দিলেন গুরুত্বপূর্ণ এক জয়।
শনিবার রাতে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মেজর লিগ সকারের (এমএলএস) উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ২-১ গোলে জয় পেল ইন্টার মায়ামি। এই জয়ে তারা ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান পুনরুদ্ধার করল।
দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। আর এর ঠিক দুই মিনিট পরই তার জাদু! সতীর্থ লুইস সুয়ারেজের পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষ রক্ষণ ভেদ করে ডান পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন মহাতারকা। অসাধারণ ফিনিশিংয়ে স্কোরলাইন ২-০ করেন তিনি। মেসির এই গোল বুঝিয়ে দিল, ইনজুরির কোনো প্রভাব আর শরীরে নেই।
প্রথমার্ধে ২৩ মিনিটে রবার্ট টেইলরের গোলে লিড নেয় ইন্টার মায়ামি। তবে ম্যাচের শেষ দিকে ফিলাডেলফিয়া ইউনিয়ন ম্যাচে ফেরার চেষ্টা করে। ৮০ মিনিটে ড্যানিয়েল গাজদাগ গোল করে ব্যবধান কমান। এরপর একের পর এক আক্রমণ শানিয়ে সমতায় ফেরার চেষ্টা করলেও ইন্টার মায়ামির রক্ষণদেয়াল ভাঙতে ব্যর্থ হয় অতিথিরা।
এই জয়ের ফলে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠে এসেছে ইন্টার মায়ামি। ফিলাডেলফিয়া ইউনিয়ন ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
আগামী বুধবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলেস এফসির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। মেসির দুর্দান্ত ফর্ম কি অব্যাহত থাকবে? অপেক্ষায় ফুটবলপ্রেমীরা!