Homeখেলাধুলাইংলিসের রেকর্ড সেঞ্চুরিতে ইংলিশদের হার

ইংলিসের রেকর্ড সেঞ্চুরিতে ইংলিশদের হার


অস্ট্রেলিয়ার জশ ইংলিস চ্যাম্পিয়ন্স ট্রফির এক ঐতিহাসিক রাতে ব্যাট হাতে ঝড় তুললেন! মাত্র ৭৭ বলে দুর্দান্ত সেঞ্চুরি করে টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম শতকের রেকর্ড ছুঁলেন তিনি। তার এই রেকর্ডগড়া ইনিংসই শেষ পর্যন্ত ভেস্তে দিলো বেন ডাকেটের মহাকাব্যিক ১৬৫ রানের ইনিংসকে, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর।

ইংল্যান্ডের ৩৫১ রানের বিশাল সংগ্রহ সত্ত্বেও, ইংলিস ও অ্যালেক্স ক্যারির ১৪৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে অস্ট্রেলিয়া ৫ উইকেট হাতে রেখেই ৪৮তম ওভারে লক্ষ্যে পৌঁছে যায়। এই জয়ের মাধ্যমে ২০০৯ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ জিতল অজিরা।

ইংল্যান্ডের ব্যাটিংয়ের মূল কাণ্ডারি ছিলেন বেন ডাকেট। ১৬৫ রানের অনবদ্য ইনিংস খেলে তিনি নতুন রেকর্ড গড়েন। তার সঙ্গে জো রুটের ৬৮ রানের কার্যকরী ইনিংসে ইংল্যান্ড বিশাল স্কোর দাঁড় করায়। তবে এই রানকেও যথেষ্ট মনে হয়নি, কারণ তাদের বোলাররা ইংলিস-ক্যারির বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে।

৩৫২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। জফরা আর্চারের সুইং বোলিংয়ে ট্রাভিস হেড ৪ রানেই ফেরেন। এরপর মার্ক উডের আগুনে গতিতে কাঁপে অজির ব্যাটিং লাইনআপ। উডের ১৫০ কিমি/ঘণ্টার গতির বাউন্সারে স্টিভ স্মিথ (১৭) ক্যাচ তুলে দিলে চাপে পড়ে অস্ট্রেলিয়া।

কিন্তু মার্নাস লাবুশেন ও ম্যাথিউ শর্টের ৭৬ রানের জুটি দলকে দ্রুত ঘুরে দাঁড়াতে সাহায্য করে। শর্ট হাফ-সেঞ্চুরি তুলে নিলেও আদিল রশিদের ঘূর্ণিতে লাবুশেন (৪২) বিদায় নেন। এরপর শর্টও লিভিংস্টোনের বলে ৬৩ রান করে আউট হলে ম্যাচ আবার ইংল্যান্ডের দিকে ঝুঁকে যায়।

অস্ট্রেলিয়ার ইনিংসের সবচেয়ে বড় মোড় ঘোরানো মুহূর্ত আসে ইংলিস ও অ্যালেক্স ক্যারির জুটিতে। তারা ইংল্যান্ডের স্পিনারদের দারুণভাবে সামলান এবং বোলারদের উপর চড়াও হতে শুরু করেন। লিভিংস্টোন ও কার্সের ওভারগুলোতে আক্রমণ করে দ্রুত রান বাড়ান দুজন।

ইংলিস মাত্র ৭৭ বলে তার ঐতিহাসিক সেঞ্চুরি পূর্ণ করেন, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে দ্রুততম শতক। ক্যারিও দুর্দান্ত ব্যাটিং করেন এবং ৩৮তম ওভারে ফিফটি তুলে নেন। ক্যারি আউট হওয়ার পর ক্রিজে আসেন গ্লেন ম্যাক্সওয়েল, যিনি মাত্র ১৫ বলে ৩২* রানের বিধ্বংসী ইনিংস খেলে ১৫ বল হাতে রেখেই ম্যাচ শেষ করেন।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৩৫১/৮ (৫০ ওভার) [বেন ডাকেট ১৬৫, জো রুট ৬৮; বেন দ্বারশুইস ৩/৬৬]

অস্ট্রেলিয়া: ৩৫৬/৫ (৪৭.৩ ওভার) [জশ ইংলিস ১২০*, অ্যালেক্স ক্যারি ৬৯, ম্যাথিউ শর্ট ৬৩; আদিল রশিদ ১/৪৭]

ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত