পাকিস্তানের ওয়ানডে দল এবং মুলতান সুলতান্সের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান স্পষ্ট জানিয়ে দিলেন — তিনি ইংরেজি জানেন না, উচ্চশিক্ষা নিতে না পারার আফসোস আছে, তবে পাকিস্তানের অধিনায়ক হয়েও ইংরেজি না জানায় কোনো লজ্জা নেই তার।
করাচিতে এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় রিজওয়ান বলেন, ‘আমি গর্বিত যে আমি যা বলি, মনের কথা বলি। ইংরেজি বলতে পারি না, এটাতে লজ্জার কিছু নেই। হ্যাঁ, শুধু আফসোস — পড়াশোনা শেষ করতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘আমার কাজ ক্রিকেট খেলা, ইংরেজি বলা নয়। পাকিস্তান আমার কাছ থেকে ক্রিকেট চায়, ইংরেজি নয়। যদি ইংরেজির দরকার হতো, তাহলে পড়াশোনা করে প্রফেসর হতাম।’
ইংরেজি না জানার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনার জবাব দিতে গিয়ে রিজওয়ান বলেন, ‘আমি যতটুকু জানি, সেটা দিয়েই বিদেশির সঙ্গে কথা বলতে পারি, এমনকি একটু ‘বিভ্রান্ত’ও করতে পারি। তবে কোনো বিদেশির আমার ইংরেজি নিয়ে সমস্যা হবে না — সমস্যা তাদেরই হবে, যারা আমাকে নিয়ে মন খারাপ করে থাকতে চায়।’
সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘পাকিস্তান দলকে সমালোচনা করুন, কিন্তু সেই সঙ্গে দলকে উন্নতি করার পথও দেখান। শুধু খুঁটিনাটি ভুল ধরে লাভ নেই। যেদিন আমরা সিনিয়র হব, তখন শুধু সমালোচনা করলেই হবে না — তরুণদের শেখাতে হবে। তা না হলে, তখন তারাও আমাদের সমালোচনা করবেই।’
চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচের একটি অভিজ্ঞতা উল্লেখ করে রিজওয়ান বলেন, ‘ওয়াসিম আক্রম ভাই সেদিন দারুণ পরামর্শ দিয়েছিলেন। আরও কথা বলতে চেয়েছিলাম, সময় পাইনি।’
তিনি বলেন, ‘যারা শুধু সমালোচনা করে, তারা কিছুই শিখতে পারে না। পৃথিবীর বড় বড় মানুষকেও শুরুতে ‘পাগল’ বলা হয়েছিল। পরে সবাই তাদের পথ অনুসরণ করেছে। যারা সমালোচনা সহ্য করতে পারে না, তারা কখনো বড় হতে পারে না।’
রিজওয়ান ভক্তদের আবেগের কথাও তুলে ধরে বলেন, ‘ভক্তরা কষ্ট পেতেই পারে, তাদের সেই অধিকার আছে। কারণ তারা আমাদের ভালোবাসে। পাকিস্তান সুপার লিগ পাকিস্তানকে অনেক কিছু দিয়েছে। এখন সময় লিগটা উপভোগ করার।’