Homeখেলাধুলাআল হিলাল অধ্যায় শেষ করে সান্তোসের পথে নেইমার

আল হিলাল অধ্যায় শেষ করে সান্তোসের পথে নেইমার


দীর্ঘ বিতর্ক ও জল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিলিয়ান ফুটবল জাদুকর নেইমার আবার সান্তোসে ফিরে আসছেন। আল হিলাল ক্লাবের সঙ্গে পারস্পরিক সমঝোতার মাধ্যমে চুক্তি বাতিল করে নেইমার নিজ দেশ ব্রাজিলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ব ফুটবলে আলোড়ন সৃষ্টিকারী এই প্রত্যাবর্তনকে ঘিরে ভক্তদের উত্তেজনা তুঙ্গে।

সোমবার (২৮ জানুয়ারি) সৌদি প্রো লিগ ক্লাব আল হিলাল তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, নেইমার এবং ক্লাবের মধ্যে চুক্তি বাতিলের বিষয়টি চূড়ান্ত হয়েছে। নতুন গন্তব্য হিসেবে নেইমার ছয় মাসের চুক্তিতে তার শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিতে চলেছেন। এই চুক্তিতে আরও এক বছরের বর্ধিতকরণের সুযোগ রাখা হয়েছে।

জানা গেছে, নেইমার তার আল হিলালের চুক্তির অবশিষ্ট ৬৫ মিলিয়ন ডলারের মধ্যে প্রায় ২৫-৩০ মিলিয়ন ডলার ছাড় দিয়েছেন সান্তোসে ফিরে আসার জন্য। এই আত্মত্যাগ সান্তোস ভক্তদের মধ্যে নতুন আশা সঞ্চার করেছে।

২০২৩ সালে পিএসজি থেকে ৯৭.৬ মিলিয়ন ডলারে আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। কিন্তু চোট-আঘাতের কারণে তিনি উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়া এবং পরে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছেন এবং গোল করেছেন কেবল একটি।

বার্সেলোনায় লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের সঙ্গে জুটি বেঁধে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য শিরোপা জিতেছিলেন নেইমার। পরে পিএসজিতে যোগ দিয়ে পাঁচটি লিগ ওয়ান শিরোপা জিতেন। তবে তার ক্যারিয়ারের যাত্রা শুরু হয় সান্তোস থেকেই।

২০০৯ সালে সান্তোসের হয়ে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ করেন নেইমার। ২০১১ সালে দলকে কোপা লিবার্তাদোরেস জেতাতে বড় ভূমিকা রাখেন। দীর্ঘ ১৩ বছর পর আবার সান্তোসে ফিরে আসছেন তিনি।

২০২৪ সালে ব্রাজিলিয়ান সিরি বি শিরোপা জিতে সান্তোস আবার সিরি এ-তে উন্নীত হয়েছে। এখন নেইমারের প্রত্যাবর্তন তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন আলো যোগ করবে। ক্লাবটি জানিয়েছে, আগামী বৃহস্পতিবার বা শুক্রবার ভক্তদের সামনে নেইমারকে উন্মোচন করা হবে।

ব্রাজিল জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা নেইমার ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন এবং ২০১৬ সালের রিও অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন। তার এই ঘরে ফেরার গল্প ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত