Homeখেলাধুলাআল্লাহ চাইলে সব সম্ভব-দুর্দান্ত শতকের পর রিজওয়ান

আল্লাহ চাইলে সব সম্ভব-দুর্দান্ত শতকের পর রিজওয়ান


৩৫০ রানের বেশি বিশাল লক্ষ্যের সামনে দাঁড়িয়ে পাকিস্তান। ইতিহাস বলছে, এত রান তাড়া করে তারা কখনো জিততে পারেনি। তিন উইকেট দ্রুত হারিয়ে যখন দল চাপে, তখনই মাঠে নেমে এক মহাকাব্যিক ইনিংস খেললেন মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমান। রিজওয়ান যেন সময়ের স্রোতে গা ভাসিয়ে দিলেন, আর সালমান ব্যাট হাতে রূপকথা লিখলেন।

প্রথমে ফখর জামানের ঝড়ো ৪১ রান কিছুটা আত্মবিশ্বাস জুগিয়েছিল, তবে বাবর আজম আউট হওয়ার পর শঙ্কা বাড়ে। পাকিস্তানের স্কোর তখন মাত্র ৯১। কিন্তু এরপরই শুরু হয় রিজওয়ান-সালমান জুটির দুর্দান্ত এক অধ্যায়। ২৬০ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপে তারা যেন প্রতিপক্ষের বোলিং আক্রমণ গুঁড়িয়ে দেন। রিজওয়ান ১২২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন, আর সালমান মাত্র ১০৩ বলে করেন ১৩৪ রান!

জয়ের পর আবেগপ্রবণ রিজওয়ান বলেন, ‘আল্লাহ চাইলে রেকর্ডের পর রেকর্ড হয়!’ তিনি স্বীকার করেন, দল শুরুতে প্রতিপক্ষকে ৩২০ রানের মধ্যে আটকে রাখতে চেয়েছিল, কিন্তু ক্লাসেনের বিধ্বংসী ৮৭ রানের ইনিংসে লক্ষ্য পৌঁছে যায় ৩৫৩-তে। তবে খুশদিল শাহের কথায় অনুপ্রাণিত হয়েছিলেন তারা, ‘আমরা ৩৪০ রানও তাড়া করেছি, এটা পারব!’

তবে জয় পেলেও আত্মতৃপ্ত নন রিজওয়ান। ফিল্ডিংয়ে উন্নতির প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন দলগুলো এভাবেই খেলে। আমাদের আরও ভালো করতে হবে!’

এই অসাধারণ জয় শুধু পাকিস্তানের ইতিহাসেই নয়, ক্রিকেটবিশ্বেও এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত