Homeখেলাধুলাআবারও ব্রাজিলের স্বপ্নে আনচেলত্তি | কালবেলা

আবারও ব্রাজিলের স্বপ্নে আনচেলত্তি | কালবেলা


আবারও ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে কার্লো আনচেলত্তি! আর্জেন্টিনার বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর বর্তমান কোচ দরিভাল জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এই সুযোগে নতুন করে আলোচনায় উঠে এসেছে রিয়াল মাদ্রিদের সফল এই কোচের নাম।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনালদো রদ্রিগেজ বরাবরই আনচেলত্তিকে কোচ হিসেবে চাইছেন। ২০২৩ সালেও ব্রাজিল দলে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছিল, তবে তখনই রিয়াল মাদ্রিদের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন এই ইতালিয়ান কোচ।

বর্তমানে রিয়ালের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে আনচেলত্তির। ব্রাজিলীয় গণমাধ্যমের দাবি, তিনি অন্তত ক্লাব বিশ্বকাপের আগে কোনো আলোচনায় রাজি নন। ফলে দরিভাল বরখাস্ত হওয়ার আগেই কি আনচেলত্তি রাজি হবেন? সেটাই এখন বড় প্রশ্ন।

আনচেলত্তির সুযোগ না হলে সিবিএফের পরবর্তী লক্ষ্য ফিলিপে লুইজ। যদিও মাত্র এক বছর আগে ফ্ল্যামেঙ্গোর কোচ হিসেবে দায়িত্ব নেওয়া লুইজ জানিয়েছেন, তিনি ক্লাবেই থাকতে চান।

এছাড়া আল-হিলাল কোচ জর্জ জেসুসের নামও আলোচনায় আছে, তবে নেইমারের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়, যা তার জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

এক ধাপ নিচে আছেন আবেল ফেরেইরা, যিনি ২০২০ সাল থেকে পালমেইরাসের দায়িত্বে আছেন। তবে অনেকেই চাইছেন আগের কোচ তিতের ফিরে আসা, যিনি ২০১৬-২০২২ পর্যন্ত ব্রাজিল দল সামলেছেন।

দরিভালের পরিসংখ্যান: কেন তাকে সরানোর ভাবনা?

দরিভাল জুনিয়র ২০২৪ সালের ১০ জানুয়ারি দায়িত্ব নেন এবং কোপা আমেরিকায় দলকে নিয়ে যান। কিন্তু কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে বিদায় নেয় ব্রাজিল।

তার অধীনে এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলেছে ব্রাজিল, যার মধ্যে:

৭টি জয়

৭টি ড্র

২টি হার

তাহলে ব্রাজিলের ভবিষ্যৎ কী?

ব্রাজিল এখন এক সংকটকাল অতিক্রম করছে। আনচেলত্তি কি নতুন দিগন্ত খুলে দিতে পারবেন? নাকি ব্রাজিলকে নতুন কোনো বিকল্প ভাবতে হবে? উত্তর সময়ই দেবে!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত