পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) ফের ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়েছে। গত আট বছরের মধ্যে এটি তৃতীয়বারের মতো নিষিদ্ধ হলো তারা। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফিফার প্রস্তাবিত সংশোধিত সংবিধান মানতে রাজি হয়নি পিএফএফ, যার ফলে অবিলম্বে তাদের নিষিদ্ধ করা হয়েছে। ফিফার বিবৃতিতে বলা হয়েছে, ‘পিএফএফ কংগ্রেস যদি ফিফা ও এএফসির প্রস্তাবিত সংশোধিত সংবিধান অনুমোদন করে, তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।’
ফিফার মতে, সংশোধিত গঠনতন্ত্র বাস্তবায়িত হলে পাকিস্তানের ফুটবল প্রশাসনে সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত হবে এবং চলমান স্বাভাবিককরণ প্রক্রিয়ার বাধ্যবাধকতাগুলো পূরণ হবে।
পিএফএফ নরমালাইজেশন কমিটির চেয়ারম্যান হারুন মালিক মনে করছেন, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ও পাকিস্তানের ফুটবল কংগ্রেসের মধ্যে বিরাজমান অচলাবস্থার কারণেই তারা এই নিষেধাজ্ঞার কবলে পড়েছে।
তিনি বলেন, ‘ফিফা চায়, পিএফএফের সংবিধান আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হোক। তবে নবনির্বাচিত কংগ্রেস সদস্যদের বেশিরভাগই ফিফার প্রস্তাব মেনে নেয়নি।’
ফিফার নিষেধাজ্ঞার ফলে পাকিস্তানের জাতীয় দল ও ক্লাবগুলো আন্তর্জাতিক ফুটবল থেকে আপাতত বাদ পড়ল। এখন দেখার বিষয়, পিএফএফ সংবিধান সংশোধনে রাজি হয় কি না।