Homeখেলাধুলাআবারও ইনজুরিতে নেইমার! | কালবেলা

আবারও ইনজুরিতে নেইমার! | কালবেলা


এক বছরের দীর্ঘ ইনজুরি বিরতির পর আল-হিলালের হয়ে গতমাসে প্রথম মাঠে নামেন ব্রাজিলের ফুটবল সুপারস্টার নেইমার। সেই ম্যাচে ২১ মিনিট খেলার পর দ্বিতীয়বার সোমবার (৪ নভেম্বর) মাঠে নেমেছিলেন নেইমার। তবে এই ম্যাচ শেষ করতে পারলেন না ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার। কারণ আবারও ইনজুরিতে পড়েছেন তিনি।

সোমবার (৪ নভেম্বর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এলিট পর্বের ম্যাচে ৩-০ ব্যবধানে আল-হিলাল জয় পেলেও, ইনজুরির কারণে ৩০ মিনিটের মাথায় মাঠ ছাড়তে বাধ্য হন নেইমার।

ম্যাচের ৫৮তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। কিন্তু কিছুক্ষণ পরই পেনাল্টি এরিয়ায় বলের দিকে পা বাড়াতে গিয়ে হঠাৎ ইনজুরিতে পড়েন। ডান পায়ের পিছনের অংশে ব্যথা অনুভব করেন এবং কিছুক্ষণ মাঠে শুয়ে পড়েন। এরপরেই কোচ তাকে বেঞ্চে ফিরিয়ে নেন।

এই ম্যাচে আল-হিলালের জয়ের মূল কারিগর ছিলেন সার্বিয়ান স্ট্রাইকার আলেক্সান্ডার মিত্রোভিচ, যিনি হ্যাটট্রিক করেন। এই জয়ের মাধ্যমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে শীর্ষস্থানে অবস্থান করছে আল-হিলাল।

নেইমার পিএসজি থেকে আল-হিলালে যোগ দেন ২০২৩ সালে। তিনি এক বছর পর প্রথমবারের মতো ২১ অক্টোবর আল-হিলালের হয়ে মাঠে নামেন। তবে সৌদি প্রো লিগের ম্যাচগুলোতে তার নিবন্ধন জানুয়ারি পর্যন্ত সম্ভব নয়, তাই কেবল এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগেই তিনি খেলার সুযোগ পাচ্ছেন।

নেইমারের ইনজুরি থেকে ধীরে ধীরে পুনরুদ্ধার করতে চায় আল-হিলাল। এর অংশ হিসেবে তাকে ধীরগতিতে মাঠে ফেরানোর পরিকল্পনা করা হয়েছে। এছাড়া ব্রাজিল দলের কোচ দরিভালও নেইমারের জাতীয় দলে প্রত্যাবর্তনে সময় নিতে চাচ্ছেন, যাতে তার ওপর কোনো চাপ সৃষ্টি না হয়। এর ফলে নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের স্কোয়াডে নেইমারের নাম রাখা হয়নি।

ব্রাজিল বর্তমানে বাছাইপর্বের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে, ১০ ম্যাচ শেষে শীর্ষস্থানে থাকা আর্জেন্টিনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত