Homeখেলাধুলাআগামী ১৫ বছর রিয়ালে থাকতে চান বেলিংহাম

আগামী ১৫ বছর রিয়ালে থাকতে চান বেলিংহাম


রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চাপানোর পর থেকেই জুড বেলিংহাম যেন নিজের স্বপ্নের ঠিকানায় পৌঁছে গেছেন। স্প্যানিশ জায়ান্টদের হয়ে লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ে বড় অবদান রাখা এই ইংলিশ তারকা জানিয়েছেন, তিনি পরবর্তী ১০ থেকে ১৫ বছর সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকতে চান।

২০২৩ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েই সুপারস্টার বনে যান বেলিংহাম। প্রথম মৌসুমেই দলকে লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগের ডাবল জিতিয়ে প্রমাণ করেছেন নিজের সামর্থ্য। ভিনিসিয়ুস জুনিয়রের পর ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠে আসেন তিনি। চলতি মৌসুমেও দারুণ ছন্দে রয়েছেন বেলিংহাম এবং তার লক্ষ্য আরও অনেক শিরোপা জয়।

স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে বেলিংহাম বলেন, ‘রিয়াল মাদ্রিদই ছিল আমার জন্য উপযুক্ত ক্লাব। মাদ্রিদে আমি খুবই খুশি এবং আমি মনে করি, আগামী ১০ থেকে ১৫ বছর আমি এই সাদা জার্সিতেই খেলব।’

প্রথমদিকে ধীরগতিতে মৌসুম শুরু করলেও বর্তমানে দারুণ ছন্দে ফিরেছে রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির দল এখন বার্সেলোনার চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে থেকে লা লিগা শিরোপার লড়াইয়ে আছে। পাশাপাশি কোপা দেল রে এবং চ্যাম্পিয়নস লিগেও দারুণ অবস্থানে রয়েছে ক্লাবটি। ঐতিহাসিক ট্রেবল জয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে আনচেলত্তির শিষ্যরা।

আগামী ম্যাচে কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে আনোয়েতায় ১-০ গোলের জয় তুলে নেওয়ায় ফাইনালে পৌঁছাতে আরেকটি সহজ জয় চাইবে তারা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত