Homeখেলাধুলাআইপিএলে নেমেই ১৪ বছরের বৈভবের বাজিমাত

আইপিএলে নেমেই ১৪ বছরের বৈভবের বাজিমাত


মাত্র ১৪ বছর বয়সে আইপিএলের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন ভারতের কিশোর ক্রিকেটার বৈভব সুর্যবংশী। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে নামার ক্ষেত্রে তিনিই এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেকেই প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ক্রিকেটবিশ্বে চমক জাগালেন এই বাঁহাতি ব্যাটার।

ইনজুরিতে পড়া অধিনায়ক সঞ্জু স্যামসনের পরিবর্তে একাদশে জায়গা পান বৈভব। ওপেন করতে নামার সময় কেউই ভাবেনি কী চমক অপেক্ষা করছে! রাজস্থানের হয়ে ওপেনিংয়ে নেমেই শার্দুল ঠাকুরের প্রথম বলেই এক্সট্রা কভারের ওপর দিয়ে উড়িয়ে মারেন ছক্কা। তৃতীয় বলেও মারেন আরেকটি ছক্কা। মাত্র ২০ বলে ৩৪ রানের ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা। তার সঙ্গে ৮৫ রানের উদ্বোধনী জুটি গড়েন যশস্বী জয়সওয়াল।

সর্বশেষ আইপিএল নিলামে ১ কোটি ১০ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১ কোটি ৪৩ লাখ টাকা) তাকে দলে ভেড়ায় রাজস্থান। চলতি বছরের মার্চে ১৪ বছরে পা দেওয়া এই বিস্ময়বালক গত বছর ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইয়ুথ টেস্টে ৫৮ বলে সেঞ্চুরি করে আলোচনায় আসেন। ছিলেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের স্কোয়াডেও। সেখানে করেন ১৭৬ রান।

বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটেও অভিষেক হয়েছে তার—মাত্র ১২ বছর বয়সে! রঞ্জি ট্রফিতে খেলেছেন ৫টি ম্যাচ, করেছেন ১০০ রান। সবচেয়ে বড় কথা হলো, এমন বয়সে এমন মঞ্চে নিজেকে প্রমাণ করাটা নিঃসন্দেহে একটি যুগান্তকারী ঘটনা।

যদিও ম্যাচে শেষ হাসি হেসেছে লখনৌ সুপার জায়ান্টস। তারা ১৮১ রানের লক্ষ্য দিয়ে রাজস্থানকে আটকে রাখে ১৭৮ রানে। বৈভবের ঝলক, জয়সওয়ালের ৭৪ রানের ইনিংস—সব মিলিয়ে রাজস্থান ছিল জয়ের পথে, কিন্তু শেষ ওভারে আভেশ খানের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২ রানে জয় পায় লখনৌ।

তবে ম্যাচের ফল যা-ই হোক, আলো ছিনিয়ে নিয়েছেন বৈভব সুর্যবংশী। আইপিএলে তার এই অভিষেক রূপকথার গল্পকেও হার মানায়!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত