Homeখেলাধুলাআইপিএলে না খেলেই বিদায় নিলেন কিউই তারকা

আইপিএলে না খেলেই বিদায় নিলেন কিউই তারকা


আইপিএল ২০২৫-এ একটিও ম্যাচ না খেলেই গুজরাট টাইটান্স শিবির ছাড়লেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপস। হঠাৎ এই বিদায়ের কারণ যদিও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে, গ্রোইনের চোটই এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ।

গত ৬ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে চোট পেয়েছিলেন ফিলিপস। পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করা এই ২৮ বছর বয়সী তারকাকে ২ কোটি রুপিতে দলে নিয়েছিল গুজরাট। তার অ্যাথলেটিক ফিল্ডিং ও চমৎকার ক্যাচিং আইপিএলে আলো ছড়ানোর অপেক্ষায় ছিল। তবে মাঠে নামার আগেই ইনজুরিতে পড়লেন তিনি।

ক্রিকবাজ খবরটি প্রকাশ করার পর গুজরাট টাইটান্স এক বিবৃতিতে জানায়, ‘ গ্লেন ফিলিপস ৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে গ্রোইন ইনজুরিতে পড়ায় নিউজিল্যান্ডে ফিরে গেছেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। ‘

টাইটান্স শিবিরে ফিলিপস-ই নন, ব্যক্তিগত কারণে আগে থেকেই দেশে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। তার ফেরার বিষয়েও কোনো আপডেট নেই। ফলে এখন দলে বিদেশি খেলোয়াড় রয়েছেন মাত্র পাঁচজন — জস বাটলার, শেরফানে রাদারফোর্ড, রশিদ খান, জেরাল্ড কোটজি এবং করিম জানাত। অথচ আইপিএলে প্রতিটি দলে সর্বোচ্চ আটজন বিদেশি থাকার সুযোগ থাকে।

২০২৩ সালের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স এবারের আসরেও দুর্দান্ত শুরু করেছে। পাঁচ ম্যাচে চার জয়, মাত্র একটি হার (শুরুতেই পাঞ্জাব কিংসের বিপক্ষে)। তারপর থেকে টানা জিতে শীর্ষেই রয়েছে শুভমান গিলের দল।

এদিকে শনিবার (১২ এপ্রিল) বিকেলে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলতে নামবে গুজরাট টাইটান্স। তবে ফিলিপসকে ছাড়াই এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে হচ্ছে দলটিকে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত