নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হারের পর অবশেষে জয়ের দেখা পেল পাকিস্তান। অকল্যান্ডে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটের দাপুটে জয় তুলে নিয়ে পাঁচ ম্যাচ সিরিজে টিকে থাকল তারা। ২০৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ১৬ ওভারেই পৌঁছে যায় পাকিস্তান, যেখানে নায়ক ২৩ বছর বয়সী ওপেনার হাসান নওয়াজ।
প্রথম দুই আন্তর্জাতিক ইনিংসে শূন্য রানে আউট হওয়া নওয়াজ দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন তৃতীয় ম্যাচে। ৪৪ বলে ১০৫ রানে অপরাজিত থেকে তিনি পাকিস্তানের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন, ভেঙেছেন বাবর আজমের ২০২১ সালে করা শতকের রেকর্ড।
তার ব্যাটে এসেছে ১০টি চার ও ৭টি ছয়, যেখানে নিউজিল্যান্ডের বোলারদের একের পর এক সাহসী শটে এলোমেলো করে দেন তিনি। ১৬তম ওভারে কাইল জেমিসনের করা ওভারে টানা দুই চারে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি শতকও স্পর্শ করেন তিনি।
সঙ্গী ওপেনার মোহাম্মদ হারিস ২০ বলে ৪১ রান করেন, আর অধিনায়ক সালমান আগা ৩১ বলে ৫১ রানে অপরাজিত থাকেন।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ছিল ভালোই। তবে পুরো ইনিংসের মূল আকর্ষণ ছিলেন মার্ক চ্যাপম্যান, যিনি মাত্র ৪৪ বলে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৪টি ছয়।
কিন্তু তার সঙ্গী অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল ৩১ রান করলেও বাকিরা খুব বেশি অবদান রাখতে পারেননি।
পাকিস্তানের হয়ে সেরা বোলার ছিলেন হারিস রউফ। তিনি ২৯ রানে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের মিডল অর্ডার ভেঙে দেন।
এই জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এখনও পিছিয়ে আছে পাকিস্তান। সিরিজের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী রোববার, মাউন্ট মঙ্গানুইতে।