Homeখেলাধুলাঅলিম্পিকে ক্রিকেট: ছয় দলের অংশগ্রহণ, নির্বাচনের দায়িত্ব আইসিসির

অলিম্পিকে ক্রিকেট: ছয় দলের অংশগ্রহণ, নির্বাচনের দায়িত্ব আইসিসির


২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হলেও কোন ছয়টি দল খেলবে—সেই সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসির)। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক আয়োজক কমিটি (এলএ২৮) স্পষ্ট করেছে, যোগ্যতা নির্ধারণের বিষয়টি একান্তভাবেই আন্তর্জাতিক ফেডারেশনগুলোর ওপর নির্ভরশীল।

এলএ২৮ চেয়ারম্যান কেসি ওয়াসারম্যান বলেন, ‘আমরা অলিম্পিক আয়োজন করি, কে খেলবে তা নির্ধারণ করে না—সেটা প্রতিটি খেলায় সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা ঠিক করে।’

এখন প্রশ্ন, আইসিসি কীভাবে বাছাই করবে মাত্র ছয়টি দলকে? র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে, মহাদেশভিত্তিক প্রতিনিধিত্ব, না কি বাছাইপর্ব—এই নিয়ে সিদ্ধান্ত আসছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই। তবে আন্তর্জাতিক ক্রিকেট সূচি এতটাই ব্যস্ত যে, আলাদা বাছাইপর্ব আয়োজনের সম্ভাবনা খুবই কম।

আয়োজক যুক্তরাষ্ট্র সরাসরি খেলবে কি না, তাও নিশ্চিত নয়। এ বিষয়েও আলোচনা চলছে। এলএ২৮ এই নিয়ে নিরপেক্ষ অবস্থান জানিয়েছে—চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য আইসিসির।

এদিকে, জিম্বাবুয়েতে চলছে আইসিসির চার দিনের মিটিং। বৃহস্পতিবার হারারেতে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যা আরও কিছুদিন চলবে। শনিবার ও রবিবার ভিক্টোরিয়া ফলসে বোর্ড মিটিংয়ের সময় এটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হবে।

এখনও কিছু প্রশ্নের উত্তর মেলেনি—উদাহরণস্বরূপ, ইংল্যান্ড নামে আলাদা দল নামবে, না কি গ্রেট ব্রিটেন নামে একটি কম্বাইন্ড দল? ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে কি একটি দ্বীপ খেলবে, না কি পুরো অঞ্চলের সমন্বয়ে একটি দল হবে?

এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আইসিসির পরবর্তী সিদ্ধান্তেই। তবে নিশ্চিতভাবে বলা যায়, অলিম্পিকে ক্রিকেট ফিরছে, আর তাতে অংশ নিতে হলে দলগুলোর জন্য প্রতিযোগিতা হবে খুবই সীমিত জায়গার জন্য।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত