Homeখেলাধুলাঅনিশ্চিত ভবিষ্যতে ভিনি, নড়েচড়ে বসেছে পিএসজি!

অনিশ্চিত ভবিষ্যতে ভিনি, নড়েচড়ে বসেছে পিএসজি!


রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়নের প্রথম প্রস্তাব প্রত্যাখ্যানের পর, ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। ফরাসি জায়ান্ট পিএসজি ইতোমধ্যেই তার প্রতিনিধিদের সঙ্গে গোপন আলোচনা করেছে, আর সৌদি আরব থেকে এসেছে অবিশ্বাস্য এক প্রস্তাব—৫ বছরে ১ বিলিয়ন ইউরো! এমনটাই দাবি ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের।

দুই সপ্তাহ আগে ভিনিসিয়ুস নতুন চুক্তির জন্য রিয়ালের প্রস্তাব নাকচ করে দেন, কারণ তিনি মনে করেন ক্লাব তার বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অফার দিচ্ছে না। আর এই সুযোগ কাজে লাগাতেই মাঠে নেমেছে পিএসজি। স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ফরাসি ক্লাবটি ইতোমধ্যে ভিনিসিয়ুসের শিবিরের সঙ্গে যোগাযোগ করেছে, সম্ভাব্য ট্রান্সফারের জন্য প্রস্তুতি নিচ্ছে।

এদিকে সৌদি আরবের একটি ক্লাব তার জন্য ৩০০ মিলিয়ন ইউরোর বিড প্রস্তুত করছে, যার পেছনে দেশটির স্পোর্টস মন্ত্রণালয়েরও সম্পৃক্ততা রয়েছে। ভিনিসিয়ুসের প্রতি রিয়ালের ড্রেসিং রুমে কিছু অসন্তোষের খবরও শোনা যাচ্ছে, যেখানে সিনিয়র খেলোয়াড়রা তার ডিফেন্সিভ দুর্বলতা, মাঠে আগ্রাসী আচরণ ও রেফারিদের সঙ্গে বিতর্কে জড়ানো নিয়ে বিরক্ত।

ভিনিসিয়ুসের বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত থাকলেও, তাকে ধরে রাখতে এখন নতুন ও আকর্ষণীয় অফার দেওয়ার চাপে পড়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বরাবরই তাকে ভবিষ্যৎ প্রকল্পের মূল তারকা হিসেবে দেখেছেন। তবে যদি চুক্তির জট না খুলে, পিএসজি কিংবা সৌদি আরবের প্রস্তাবই হয়ে উঠতে পারে তার পরবর্তী গন্তব্য।

এদিকে, আসন্ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের মহারণে ভিনিসিয়ুসের পারফরম্যান্স প্রমাণ করবে, রিয়ালের ভবিষ্যতের স্বপ্ন তিনি কতটা বহন করতে পারেন!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত