ATeam
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বক্তব্যের প্রতিবাদ
গত ১১ই ডিসেম্বর আমাদের #ATeam পেইজে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সম্পর্কে একটি প্রবন্ধ ছাপা হয়। এতে তার শিশুকাল, তার বাবা দুলা মিয়া সওদাগর ও পরিবারের অন্যান্য সদস্য, ভারত ভাগসহ তার পড়াশোনা, মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান ও ক্যারিয়ার নিয়ে নানান তথ্য সন্নিবেশিত করা হয়েছে।
পরবর্তীতে ১৩ই ডিসেম্বর ভারতের টিভি চ্যানেল আজ তাক বাংলা এ নিয়ে নিউজ ও টকশো সম্প্রচার করে।
আজ ১৪ই ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং ভারতীয় সেই চ্যানেলের অনুষ্ঠান নিয়ে প্রতিবাদ জানায় এবং বিষয়বস্তুকে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক বলে আখ্যায়িত করলেও, কোন তথ্যগুলো মিথ্যা তা সুনির্দিষ্ট করেনি।
উল্লেখ্য, সেই প্রবন্ধের প্রায় সব তথ্য অধ্যাপক ইউনূসেরই “ব্যাংকার টু দ্য পুওর” বই থেকে হুবুহু অনুবাদ করা হয়েছে৷ বইটি ১৯৯৮ সালে প্রকাশিত হয়।
নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের উপর ভিত্তি করে লেখা প্রবন্ধ ও সংশ্লিষ্ট টকশোর বিরুদ্ধে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এ ধরণের অপেশাদার আচরণ উদ্দেশ্যপ্রণোদিত এবং স্বাধীন গণমাধ্যমের উপর নগ্ন আঘাত বলে আমরা মনে করি। আমরা এহেন কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানাই।
#ATeam 20241232