গতকাল ৮ই ডিসেম্বর পূর্বলন্ডনের স্থানীয় একটি সামাজিক মিলনায়তনে যুক্তরাজ্য আওয়ামীলীগের আয়োজিত এক সভায়
আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা দখলদার ইয়ুনুস সরকারের লুট , খুনসহ সকল অপরাধের বিচারের কথা বলেছেন ।
খারাপ আবহাওয়া থাকা সত্বেও জনাকীর্ণ এই ভার্চুয়াল সভায় শেখহাসিনা এই বক্তব্য রাখেন ।
পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় ।
বক্তব্যের শুরুতে শেখ হাসিনা ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের জন্য শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে আত্মার মাগফেরাত কামনা করেন সাথে সাথে ৭১ মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা প্রায় সায়ত্রিশ মিনিট বক্তব্য রাখেন । এই দীর্ঘ বক্তব্যে তিনি বলেন , এখন বাংলাদেশে একটি জুলুম, নির্যাতনের রাজত্ব চলছে । এসব অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বাংলার মানুষ ফুঁসে উঠছে । মানুষ এখন আর স্বাভাবিকভাবে বাঁচতে পারছে না । দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে । কোথাও কোন সুশাসন নেই । ইয়ুনুসসহ তার উপদেষ্টারা, সমন্বয়করা সারা দেশকে একটি ব্যর্থরাষ্ট্রে পরিণত করেছে । তিনি আওয়ামীলীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন এই আধার খুব দ্রুত কেটে যাবে । বাংলদেশ আওয়ামীলীগ খুব দ্রুতই দেশকে এই অরাজকতা থেকে মুক্ত করবে এবং বাংলাদেশকে আবার উন্নয়নের ধারায় ফিরিয়ে নেবে ।
তিনি আরও বলেন বর্তমান জবরদখলকারীরা আন্দোলনের নামে মেটিকুলাসলি পুলিশসহ সাধারণ ছাত্রছাত্রীদের হত্যা করছে । তারা এই জঘন্য কাজে একজন গর্ভবতী পুলিশ সদস্যকেও রেহাই দেয়নি । পুলিশ সদস্যদের জ্বালিয়ে, গাছের সাথে , রাস্তায় ওভারব্রিজের সাথে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে । তিনি এসবের তদন্ত দাবী করেন তিনি আরও বলেন , বাংলাদেশ এখন জ্বলছে । বাংলাদেশের এখন কোন কিছুর নিরাপত্তা নেই । যখন তখন মানুষ খুন হচ্ছে । বিশেষ করে আওয়ামীলীগের নেতা কর্মীদের পরিবার আত্মীয় স্বজনদের হত্যা , বাড়িঘর জ্বালিয়ে দেয়া হচ্ছে ।খুনের মামলাসহ নজিরবিহীন আওয়ামীলীগ নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে । তিনি উল্লেখ করেন গ্রেফতারকৃতরা কোন রকম আইনি স্বাভাবিক সুবাধি নিতে তো পারছেই না বরং কোর্টে হাজিরাকালীন সময়ও পথে নির্যাতনের শিকার হচ্ছে । অথচ ২১শে আগস্টের খুনিদেরসহ বিভিন্ন আসামিকে ছেড়ে দেয়া হয়েছে ।
বাঁধভাঙ্গা মানুষের ভিড়ে সভা বেলা ২টায় শুরু হওয়ার কথা থাকলেও প্রায় ২ ঘণ্টা পরে আরাম্ভ হয় ।
সভায় সভাপতির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগ সভাপতি সুলতান মুহাম্মাদ শরিফ এবং সাধারণ সম্পাদক সায়্যেদ সাজেদুররহমান ফারুক এছাড়াও বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আনয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগ প্রচার সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের নেতা তারীফ আহমেদ , যুক্তরাজ্য আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ শামিমসহ আরও অনেক আওয়ামী নেতা।
পরিচালনায় ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ ।যৌথভাবে সঞ্চালনায় ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সায়্যেদ সাজেদুররহমান চৌধুরী ফারুক ও যুক্তরাজ্য আওয়ামীলীগ প্রচার সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী।