Homeঅর্থনীতি৯৯ শতাংশ গার্মেন্ট কারখানা চালু

৯৯ শতাংশ গার্মেন্ট কারখানা চালু


ঈদের ছুটি শেষে দেশের তৈরি পোশাক খাতের কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিজিএমইএ’র তথ্য অনুযায়ী, সংগঠনভুক্ত ২ হাজার ১০৪টি সক্রিয় কারখানার মধ্যে ২ হাজার ৯২টি কারখানা চালু রয়েছে। ঈদের ছুটিতে রয়েছে মাত্র ১২টি, যা মোট কারখানার মাত্র ০.৫৭ শতাংশ।

অঞ্চলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গাজীপুর ও ময়মনসিংহ এলাকায় ৮৫৪টি কারখানার মধ্যে ৮৫১টি খোলা রয়েছে; সাভার-আশুলিয়া ও জিরানী এলাকায় ৪০৩টির মধ্যে ৩৯৯টি খোলা; নারায়ণগঞ্জে ১৮৮টির মধ্যে ১৮৬টি এবং ডিএমপি এলাকায় ৩২১টির মধ্যে ৩২০টি চালু রয়েছে। চট্টগ্রাম অঞ্চলে ৩৩৮টি কারখানার মধ্যে ৩৩৬টি খোলা রয়েছে।

খোলা কারখানার অনুপাতে শতকরা হারে গড় হিসেবে ৯৯ শতাংশের বেশি কারখানা চালু রয়েছে। সবচেয়ে বেশি খোলা রয়েছে ডিএমপি এলাকায় (৯৯.৬৯%), এরপর নারায়ণগঞ্জ (৯৮.৯৪%), চট্টগ্রাম ও গাজীপুর-ময়মনসিংহ (৮৮.৮%) এবং সাভার-আশুলিয়া (৮৮%)।

বেতন পরিশোধে সন্তোষজনক চিত্র

বিজিএমইএ’র তথ্যমতে, ফেব্রুয়ারির বেতন ২ হাজার ৯৯টি কারখানা পরিশোধ করেছে, বাকি রয়েছে মাত্র ৫টি কারখানা। মার্চ মাসের আংশিক (১৫/৩০ দিন) বেতন দিয়েছে ২ হাজার ৮৮টি কারখানা; এখনও দেয়নি ১৬টি।

বেতন না দেওয়া ৫টি কারখানার মধ্যে ৮টি অবস্থিত ঢাকায় এবং ১টি চট্টগ্রামে।

সবমিলিয়ে তৈরি পোশাক খাতে ঈদের পরদিনের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও আশাব্যঞ্জক। শ্রমিকরা স্বাভাবিক নিয়মে কাজে যোগ দিয়েছেন, আর মালিক পক্ষ বেতন পরিশোধে যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত