তিতাস কোম্পানি বিগত চার মাসে ১৬ হাজার ২১৫টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই সংযোগ বিচ্ছিন্নের ফলে প্রতিদিন ১ কোটি ৮৭ লাখ ৯ হাজার ৯৭৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে।
রবিবার (৫ জানুযারি) তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাস থেকে চলতি বছরের ৪ জানুয়ারি পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৪১টি শিল্প, ৭৮টি বাণিজ্যিক ও ১৫,৯৯৬টি আবাসিকসহ মোট ১৬,২১৫টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪০,০৬৮টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। এই অভিযানে ৮৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।