Homeঅর্থনীতি২৩ মার্চের মধ্যেই ব্যাংকারদের বেতন পরিশোধের নির্দেশ

২৩ মার্চের মধ্যেই ব্যাংকারদের বেতন পরিশোধের নির্দেশ


ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতা ২৩ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ভাতা একই দিনে পরিশোধের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা জারি করে।

সাধারণত ব্যাংকারদের বেতন ২৩ তারিখের মধ্যে পরিশোধ হয়ে থাকে, যদিও কিছু ক্ষেত্রে কিছু ব্যাংক পরবর্তী কয়েক দিনের মধ্যে পরিশোধ করে, তবে তা মাসের শেষের আগেই সম্পন্ন হয়। এর আগে, সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ২৩ মার্চের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, মার্চ মাসের বেতন ও ভাতা যথাসময়ে পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই নিয়ম অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ক্ষেত্রেও প্রযোজ্য।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত