Homeঅর্থনীতি১৫ কোটি ডলার বিনিয়োগ করবে চীনের হান্ডা

১৫ কোটি ডলার বিনিয়োগ করবে চীনের হান্ডা


১৫ কোটি ডলার বিনিয়োগ করবে চীনের হান্ডা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০৩: ২৭

ছবি

ছবি: সংগৃহীত

চীনের শীর্ষস্থানীয় বস্ত্র ও পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান হান্ডা গ্রুপ বাংলাদেশে ১৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। একই সঙ্গে আস্থা পুনর্ব্যক্ত করে স্প্যানিশ ফ্যাশন জায়ান্ট ইনডিটেক্স বাংলাদেশকে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ সোর্সিং হাব হিসেবে চিহ্নিত করেছে।

গতকাল বুধবার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক বার্তায় এ তথ্য জানান। এতে বলা হয়, অর্থনৈতিক অঞ্চলে উন্নত মানের বোনা কাপড় ও রঞ্জনপ্রক্রিয়ার জন্য ১০ কোটি ডলার এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে পোশাক উৎপাদনে ৫ কোটি ডলার বিনিয়োগ করবে হান্ডা। এ লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে হান্ডার একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং হান্ডা (ঢাকা) টেক্সটাইল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হেং জেলি নিজ নিজ পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।

একই দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ইনডিটেক্সের প্রধান নির্বাহী অস্কার গার্সিয়া মাচেইরাস। বৈঠকে তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের জন্য একটি কৌশলগত গুরুত্বপূর্ণ দেশ। এখানে আমাদের সোর্সিং নেটওয়ার্ক বিস্তৃত। আমরা এই অংশীদারত্ব আরও গভীর করতে চাই।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত