ঈদের ছুটিতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সম্প্রতি স্বর্ণের দোকানে চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
শুক্রবার (২৮ মার্চ) বাজুসের নিউ ইস্কাটন রোডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনের সহ-সভাপতি রিপনুল হাসান জানান, জানুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত দেশে ২৩টি জুয়েলারি প্রতিষ্ঠানে চুরি ও ডাকাতি হয়েছে। এর মধ্যে ঢাকাতেই ঘটেছে ১১টি। মুন্সীগঞ্জ, সিলেট, কুমিল্লা, খুলনা ও হবিগঞ্জেও এমন ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী এম এ হান্নান আজাদ জানান, ২৬ মার্চ ভোরে একদল সশস্ত্র ডাকাত তার বাসায় হামলা চালায় এবং অপহরণের চেষ্টা করে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ বলেন, সরকারি নিরাপত্তার পাশাপাশি ব্যবসায়ীদেরও সিসিটিভি স্থাপন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।
বাজুসের পক্ষ থেকে জুয়েলারি প্রতিষ্ঠানে সশস্ত্র প্রহরার দাবি এবং চুরি-ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আহ্বান জানানো হয়েছে। সংগঠনটি জানিয়েছে, নিরাপত্তাহীনতা কাটাতে না পারলে ১৫ এপ্রিলের পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।