Homeঅর্থনীতিসোশ্যাল ইসলামী ব্যাংকের ৩ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন


সোশ্যাল ইসলামী ব্যাংকের তিনটি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাজমুস সায়াদাত এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ এ এম হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবসম্পদ বিভাগের প্রধান মো. শাহরিয়ার খান, ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মশিউর রহমান এবং ঊর্ধ্বতন নির্বাহীরা।

সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকেরা, আউটলেটগুলোর এজেন্টসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো টাঙ্গাইলের এলাসিন বাজার, কক্সবাজারের থিমছড়ি বাজার এবং কিশোরগঞ্জের গোবিন্দপুর চৌরাস্তায় অবস্থিত।

প্রধান অতিথির বক্তব্যে মো. নাজমুস সায়াদাত বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা আমাদের ব্যাংকের সেবা শাখা, উপশাখার পাশাপাশি ৩৭৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে দেশের আনাচকানাচে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।’

নাজমুস সায়াদাত আশা প্রকাশ করে বলেন, ‘আজ যেসব এলাকায় এজেন্ট আউটলেট উদ্বোধন করা হলো, সেসব এলাকার সব শ্রেণি-পেশার মানুষ আমাদের ব্যাংকের সেবা গ্রহণ করবেন।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত