Homeঅর্থনীতিসিগারেটের সর্বনিম্ন দাম ৯ টাকা করার দাবি

সিগারেটের সর্বনিম্ন দাম ৯ টাকা করার দাবি


তরুণদের ধূমপানে নিরুৎসাহিত করতে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের দাম একীভূত করে প্রতি শলাকা ৯ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং। এতে প্রায় ৯ লাখ তরুণের তামাকজনিত অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে এবং সরকারও অতিরিক্ত ২০ হাজার কোটি টাকা রাজস্ব পেতে পারে বলে সংগঠনটি মনে করে।

গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ধূমপানের উচ্চ হার স্বাস্থ্য খাতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। কর বাড়িয়ে তামাকজাত পণ্যের দাম বৃদ্ধি করলে তরুণদের মধ্যে ধূমপানের প্রবণতা কমবে এবং সার্বিকভাবে জনস্বাস্থ্য উন্নত হবে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব পাবলিক প্লেসকে তামাকমুক্ত করার আহ্বান জানান। এ ছাড়া সংগঠনটি তামাকজাত পণ্যে কর বৃদ্ধির পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা বাড়ানোরও তাগিদ দেয়।

আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িংয়ের সমন্বয়ক মারজানা মুনতাহার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদস্য তাসনিম হাসান আবির।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত