Homeঅর্থনীতিসার্কুলার ইকোনমি নিয়ে ব্র্যাক ব্যাংক, ইআইবি ও ফ্রাঙ্কফুর্ট স্কুলের বিশেষ প্রশিক্ষণের আয়োজন

সার্কুলার ইকোনমি নিয়ে ব্র্যাক ব্যাংক, ইআইবি ও ফ্রাঙ্কফুর্ট স্কুলের বিশেষ প্রশিক্ষণের আয়োজন


সার্কুলার ইকোনমি নিয়ে ব্র্যাক ব্যাংক, ইআইবি ও ফ্রাঙ্কফুর্ট স্কুলের বিশেষ প্রশিক্ষণের আয়োজন

বিজ্ঞপ্তি

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ১১

ছবি

সার্কুলার ইকোনমি নিয়ে ব্র্যাক ব্যাংক, ইআইবি ও ফ্রাঙ্কফুর্ট স্কুলের বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছবি: বিজ্ঞপ্তি

ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) এবং ফ্রাঙ্কফুর্ট স্কুল অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টের সহযোগিতায় সার্কুলার ইকোনমি নিয়ে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।

ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন সার্কুলার ইকোনমি ভ্যালু চেইন প্রজেক্ট বিষয়ে বিশেষ অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন জার্মানি ও হংকংয়ের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রশিক্ষকেরা।

এই উদ্যোগ ইউরোপীয় ইউনিয়ন এবং ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থাকে (ইউএনআইডিও) দেওয়া ইউরোপীয় কমিশনের অনুদানের মাধ্যমে অর্থায়ন করা হয়েছে। বাংলাদেশে টেকসই অর্থনৈতিক অনুশীলন প্রসারের লক্ষ্যে এই যৌথ সহায়তা কাজ করে থাকে।

এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার সাব্বির হোসেন এবং বাংলাদেশে ইউএনআইডিওর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ জাকি উজ জামান। তাঁরা দীর্ঘমেয়াদি পরিবেশগত এবং অর্থনৈতিক টেকসইতাকে এগিয়ে নিতে সার্কুলার ইকোনমি নীতিমালার গুরুত্বের ওপর জোর দেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পাশাপাশি ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রশিক্ষকেরা বাংলাদেশে সার্কুলার ইকোনমি ভ্যালু চেইন প্রজেক্টের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন, যেগুলোর মধ্যে ছিল সার্কুলার ইকোনমি বাস্তবায়নের নীতিসংক্রান্ত বিবেচ্য বিষয়, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এবং কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের রোডম্যাপ।

সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতি হলো এমন একটি অর্থনৈতিক প্রক্রিয়া, যা একটি চক্রাকার সম্পদ ব্যবস্থাপনা ও বণ্টন কাঠামো গড়ে তোলার মাধ্যমে সম্পদের সর্বোচ্চ ব্যবহার, পুনর্বণ্টন, পুনঃ উৎপাদন ও পুনর্ব্যবহার যোগ্যতা নিশ্চিত করে। এর ফলে বর্জ্য উৎপাদনের পরিমাণ হ্রাস পায় এবং পরিবেশদূষণের হারও কমে আসে। এটি পণ্য ও সেবার নতুন বাজার সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই প্রশিক্ষণ কর্মসূচি টেকসই ব্যবসায়িক অনুশীলন এবং উদ্ভাবনী আর্থিক সেবার প্রসারের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন, যা পরিবেশ রক্ষায় এবং অর্থনৈতিক টেকসইতা বৃদ্ধিতে অবদান রাখে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত