ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখার কৌশল হিসেবে রাইস ব্রান (চালের কূড়া থেকে উৎপাদিত) তেল রফতানি নিরুৎসাহিত করতে ২৫ শতাংশ হারে রেগুলেটরি শুল্ক আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার (৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।
এতে বলা হয়েছে, রফতানি নিরুৎসাহিত করতে সব ধরনের রাইস ব্রান তেল রফতানিতে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২৫ শতাংশ হারে রেগুলেটরি শুল্ক আরোপ করা হয়েছে।
এনবিআর বলছে, ভোজ্যতেল একটি অপরিহার্য খাদ্যপণ্য, যার সরবরাহ মূলত আমদানিনির্ভর। দেশের বাজারে ভোজ্যতেলের চাহিদার বেশিরভাগ পূরণ হয় অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিপূর্বক পরিশোধন কার্যক্রম থেকে। তবে দেশে ১ দশমিক ২ থেকে দেড় লাখ মেট্রিক টন রাইস ব্রান তেল (পরিশোধিত বা অপরিশোধিত) উৎপাদিত হলেও তার সিংহভাগ প্রতিবেশি দেশে রফতানি হয়ে যায়।
অত্যন্ত স্বাস্থ্যসম্মত এই তেল দেশের ভোজ্যতেলের অভ্যন্তরীণ চাহিদার ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশ মেটাতে সক্ষম উল্লেখ করে সংস্থাটি আরও বলছে, দেশে উৎপাদিত রাইস ব্রান তেল দেশের অভ্যন্তরে সরবরাহ নিশ্চিত করা গেলে ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখা সম্ভব হবে মর্মে আশা করা যায়।