Homeঅর্থনীতিরমজানে ৪২৪ উপজেলায় বিক্রি হবে ওএমএসের চাল

রমজানে ৪২৪ উপজেলায় বিক্রি হবে ওএমএসের চাল


রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য সরকার সুলভমূল্যে ওএমএসের (খোলাবাজারে খাদ্যশস্য বিক্রি) চাল বিক্রির উদ্যোগ নিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাস থেকে সারা দেশে এ কার্যক্রম শুরু হবে বলে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দেশের ৬১টি জেলার ৪০১টি উপজেলা এবং ৩টি পার্বত্য জেলার ২৩টি উপজেলাসহ মোট ৪২৪টি উপজেলায় প্রতিদিন ওএমএসের চাল বিক্রি করা হবে। সাধারণ উপজেলাগুলোর জন্য দৈনিক তিন টন এবং পার্বত্য এলাকার জন্য এক টন চাল বরাদ্দ থাকবে। সারা দেশে মোট ৮৪৮টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে।

ওএমএস কর্মসূচির আওতায় জনপ্রতি পাঁচ কেজি চাল কিনতে পারবেন, যা ৩০ টাকা কেজি দরে সরবরাহ করা হবে।

এ ছাড়া ঢাকার মহানগর, জেলা সদর পৌরসভা, আটটি সিটি করপোরেশন এবং শ্রমঘন এলাকার জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলার ৯০৬টি কেন্দ্রে প্রতিদিন এক টন করে চাল বিক্রি করা হবে। সচিবালয় কেন্দ্রের জন্য দৈনিক দুই টন চাল বরাদ্দ থাকবে। এই উদ্যোগ রমজান মাসে নিম্ন আয়ের মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত