Homeঅর্থনীতিরপ্তানি ৬০ বিলিয়ন ডলারে নিয়ে যেতে চায় সম্মিলিত পরিষদ

রপ্তানি ৬০ বিলিয়ন ডলারে নিয়ে যেতে চায় সম্মিলিত পরিষদ


বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আগামী নির্বাচনে বিজয়ী হলে এই শিল্পকে পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সম্মিলিত পরিষদ। তাদের লক্ষ্য আগামী ৫ বছরের মধ্যে পোশাক খাতের রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলারে উন্নীত করা, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ রোববার (৯ মার্চ) রাজধানীর আর্মি গলফ ক্লাবে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা জানান সম্মিলিত পরিষদের প্যানেল লিডার মো. আবুল কালাম। তিনি বলেন, ‘আমাদের পরিষদের ব্যবসায়ীরা নিজেদের ক্ষেত্রে স্বনামধন্য। আমরা কোনো লেজুড়বৃত্তিক রাজনীতি করি না; বরং বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে কাজ করি। নির্বাচিত হলে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে একটি সুষ্ঠু সমন্বয় তৈরি করব।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করলে আগামী ৫ বছরের মধ্যে পোশাক খাতের রপ্তানি আয় ৬০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য অর্জন সম্ভব হবে। এতে আরও ৩৯ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক।

মাহফিলে বক্তব্য দেন পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান, বিজিএমইএ সাবেক সভাপতি ফারুক হাসান, খন্দকার রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার কুতুবুদ্দীনসহ অনেক বিশিষ্ট ব্যক্তি। তাঁরা সম্মিলিত পরিষদের পক্ষে সবার সহযোগিতা কামনা করেন।

গতকাল শনিবার বিজিএমইএ নির্বাচনি বোর্ড জানিয়েছে, তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর নির্বাচন আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত