Homeঅর্থনীতিযে ১২ পোশাক কারখানার মালিক বিদেশ যেতে পারবেন না

যে ১২ পোশাক কারখানার মালিক বিদেশ যেতে পারবেন না


শ্রমিকদের বেতন-বোনাস যথাসময়ে পরিশোধ না করায় সরকার ১২টি পোশাক কারখানার মালিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে পাঁচটি কারখানায় এখন শ্রমিক অসন্তোষ চলছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং মঙ্গলবার থেকেই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

এই কারখানাগুলোর মধ্যে রয়েছে– ডার্ড গ্রুপের তিনটি প্রতিষ্ঠান, মাহমুদ গ্রুপের দুটি প্রতিষ্ঠান, টিএনজেড গ্রুপের চারটি প্রতিষ্ঠান, স্টাইলক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ান্স (বিডি) লিমিটেড এবং রোর ফ্যাশনের মালিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এই কারখানাগুলোর মালিকানায় যারা রয়েছেন তারা হলেন–

ডার্ড গ্রুপ: ইতিমাদ উদ দৌলা ও নাবিল উদ দৌলা। ডার্ড গ্রুপের বর্তমান চেয়ারম্যান হলেন ইতিমাদ উদ দৌলা এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেন নাবিল উদ দৌলা।

মাহমুদ গ্রুপ: এ কে এম আমিনুল ইসলাম।

টিএনজেড গ্রুপ: শাহদাৎ হোসেন শামীম।

স্টাইলক্রাফট লিমিটেড: শামস আলমাস রহমান।

ইয়াং ওয়ান্স (বিডি) লিমিটেড: শামস আলমাস রহমান।

রোর ফ্যাশন: মামুনুল ইসলাম।

এই সিদ্ধান্তের ফলে শ্রমিকদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত তারা বিদেশ ভ্রমণ করতে পারবেন না।

শ্রম মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেসব মালিক নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন, তাদের বিদেশযাত্রা বন্ধ করা হয়েছে। শ্রমিকদের পাওনা পরিশোধ করা হলে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত