ঐতিহাসিক মেগা ক্যাম্পেইন ‘কোটি টাকার ঈদ উপহার’ অংশগ্রহণ ও শেষ সময়ের দুর্দান্ত কেনাকাটায় ব্যস্ত যমুনা ফিউচার পার্কে আগত ক্রেতারা! দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কে চলছে ঐতিহাসিক মেগা ক্যাম্পেইন ‘কোটি টাকার ঈদ উপহার-২০২৫—শপিং ডেস্টিনেশন যমুনা ফিউচার পার্ক’।
তাই শেষ সময়ে ইদ কেনাকাটায় ব্যস্ত যমুনা ফিউচার পার্কে আগত ক্রেতারা। বাংলাদেশের শপিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং আসন্ন ঈদুল ফিতরের আনন্দ বহু গুণ বাড়িয়ে তুলতে যমুনা ফিউচার পার্ক আয়োজন করেছে কোটি টাকার ঈদ উপহার-২০২৫ মেগা ক্যাম্পেইন। এটি দেশের বৃহত্তম এবং সবচেয়ে আকর্ষণীয় শপিং ক্যাম্পেইন, যেখানে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন কোটি টাকার পুরস্কার জেতার সুযোগ!
ক্রেতাদের উপচে পড়া ভিড়ে যমুনা ফিউচার পার্ক প্রতিবছর ঈদ উপলক্ষে বিশেষ এই ক্যাম্পেইন নিয়ে আসে, তবে এবারের আয়োজনটি আগের চেয়ে বৃহত্তর, আরও জমকালো, আরও আকর্ষণীয় এবং আরও বিস্ময়কর! দেশি-বিদেশি নামী ব্র্যান্ডসমূহের বিশাল অংশগ্রহণে এটি পরিণত হতে চলেছে বছরের সবচেয়ে বড় শপিং উৎসবে!
মধ্যবিত্ত থেকে সব শ্রেণি-পেশার মানুষের জন্য যমুনা ফিউচার পার্ক, স্বাচ্ছন্দ্যের শপিং ডেস্টিনেশন হিসেবে পরিচিত। ৪১ লাখ বর্গফুটের সর্ববৃহৎ এই শপিং মলে রয়েছে ছয় হাজারেরও বেশি গাড়ি পার্কিং সুবিধা, ক্রেতাদের স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ানোর জন্য পর্যাপ্ত ভয়েড স্পেস, সম্পূর্ণ এয়ার কুলিং পরিবেশ ও সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে রয়েছে ডেডিকেটেড ফায়ার ফাইটার ও সিকিউরিটি টিম। ক্রেতারা ব্যাংক কার্ডের মাধ্যমে কেনাকাটায় লুফে নিচ্ছেন আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট। সব বয়সের ক্রেতারা তাদের নিজস্ব চাহিদা অনুযায়ী পছন্দের শপিং স্বাচ্ছন্দ্যে করতে পারছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দারুণ ব্যস্ততায় সময় কাটছে যমুনা ফিউচার পার্কের বিক্রেতাদের।
দারুণ সব নজর কাড়া ডিজাইনের লাইফস্টাইল পণ্য পাচ্ছেন হুর, জিনস অ্যান্ড কো, মেট্রোসহ বিভিন্ন আউটলেটে। সর্বোপরি একজন ক্রেতার যাবতীয় প্রয়োজন একই ছাদের নিচে সবটুকু আয়োজন আছে একমাত্র যমুনা ফিউচার পার্কেই।
যমুনা গ্রুপের পরিচালক (মার্কেটিং, সেলস ও অপারেশনস) ড. মোহাম্মদ আলমগীর আলম বলেন, ‘ঈদ সব সময়ই আনন্দের, আর এই আনন্দকে বহু গুণ বাড়িয়ে তুলতে যমুনা ফিউচার পার্ক আয়োজন করেছে বছরের সবচেয়ে বড় শপিং ক্যাম্পেইন। আমরা চাই, আমাদের সম্মানিত গ্রাহকেরা শুধু কেনাকাটাই নয়, বরং ঈদের আনন্দের সঙ্গে শপিং এক্সপেরিয়েন্সকে স্মরণীয় করে রাখুক। কোটি টাকার ঈদ উপহার ২০২৫-এর মাধ্যমে আমরা তাদের জন্য নিয়ে এসেছি আকর্ষণীয় পুরস্কার এবং বিনোদনের এক বিশাল সমাহার!’
যমুনা ফিউচার পার্কে আগত রিদিতা বলেন, ‘যমুনা ফিউচার পার্কে আসলে একসঙ্গে সবকিছুর প্রয়োজন মিটে, এখানে বাবার সঙ্গে এসে অনেকগুলো ড্রেস কিনেছি, ফিউচার ওয়ার্ল্ডে খেলা করেছি এবং এত বড় শপিং মল যমুনাতে আসলে নতুন কালেকশন দেখে কিনতে পারি, যা আর কোথাও পাওয়া যায় না।’
কোটি টাকার ইদ উপহার ক্যাম্পেইনে মাত্র দুই হাজার টাকার কেনাকাটায় গ্রাহকেরা অংশ নিতে পারবেন কোটি টাকার পুরস্কারের লাকি ড্রতে! লাকি ড্রতে বিজয়ীরা পেতে পারেন স্মার্ট টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ, ব্লেন্ডার এবং আরও অনেক কিছু! এই ক্যাম্পেইন চলবে চাঁদরাত পর্যন্ত। গ্রাহকেরা যাতে সহজে উপহার পেতে পারেন, সে জন্য শপিং মলের সেন্টার কোর্টে গিফটের পৃথক বুথ করা হয়েছে। পণ্য ক্রয়ের ইনভয়েস নিয়ে সেখানে থাকা কিউআর কোড অথবা jamunaeid.com-এ তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকেরা উপহার জিতলে বুথ থেকে সংগ্রহ করতে পারছেন। প্রতিদিন এই আয়োজনে যারা অংশ নিয়েছেন, তাঁদের মাঝে উপহারসামগ্রী তুলে দেওয়া হচ্ছে।
বাচ্চাদের খেলার জন্য নিত্যনতুন সব রাইড রয়েছে ফিউচার ওয়ার্ল্ডে এবং প্লেয়ার্স ক্লাবে আছে পুল, বিলিয়ার্ড, কেরিয়কে, ২২ লাইনবিশিষ্ট আন্তর্জাতিক মানের একমাত্র বলিং অ্যালে। এ ছাড়া ব্লকবাস্টার সিনেমাসে চলছে দারুণ সব নতুন মুভি ও বৃহৎ ফুড কোর্টে থাকছে অনন্য স্বাদের সব ফুড। বিশ্বের অন্যতম বৃহৎ মোবাইল মার্কেটও যমুনা ফিউচার পার্কের লেভেল-৪-এ। ক্রেতাদের প্রয়োজনীয় সব গ্রসারি পণ্যসামগ্রী পাওয়া যাচ্ছে দেশের সর্ববৃহৎ ও একমাত্র হাইপার মার্কেট হোলসেল ক্লাবে। তাই যমুনা ফিউচার পার্ক কেবল একটি শপিং মলই নয়, এটি একটি আন্তর্জাতিক এন্টারটেইনমেন্ট হাব।
এই ঈদে উপভোগ করতে পারবেন সেরা শপিং অভিজ্ঞতা! কোটি টাকার পুরস্কার এবং চমৎকার বিনোদনের অংশ হিসেবে রয়েছে মিউজিক, ম্যাজিক আর দারুণ সব ইদ আয়োজন তাই আজই চলে আসুন যমুনা ফিউচার পার্কে!