ঢাকার মেট্রোরেল স্টেশনগুলোতে যাত্রীদের আর্থিক লেনদেন সহজ করতে এটিএম (ATM) ও ক্যাশ রিসাইক্লিং মেশিন (CRM) বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) ডিএমটিসিএল’র ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয়।
ডিএমটিসিএল থেকে জানানো হয়, মেট্রোরেল যাত্রীদের ব্যাংকিং সুবিধা দিতে গত ১২ ফেব্রুয়ারি উত্তরায় মেট্রোরেল ভবনে দেশের শীর্ষস্থানীয় সাতটি ব্যাংকের সঙ্গে ডিএমটিসিএল-এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ফেসবুক পোস্টে আরও বলা হয়, এই চুক্তির আওতায়, মেট্রোরেলের বিভিন্ন স্টেশনে এটিএম ও ক্যাশ রিসাইক্লিং মেশিন বসানো হবে, যাতে যাত্রীরা কর্মস্থলে যাওয়ার পথে বা ফেরার সময় সহজেই টাকা তুলতে ও জমা দিতে পারেন। এতে দৈনন্দিন ব্যাংকিং লেনদেন আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ঊর্ধ্বতন নির্বাহীরাও অনুষ্ঠানে অংশ নেন। ডিএমটিসিএল-এর পক্ষে কোম্পানি সচিব এবং ব্যাংকগুলোর পক্ষে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন নির্বাহীরা চুক্তিতে স্বাক্ষর করেন।