Homeঅর্থনীতিমেট্রোরেল স্টেশনে এনসিসি ব্যাংকের এটিএম-সিআরএম চালুর চুক্তি স্বাক্ষর

মেট্রোরেল স্টেশনে এনসিসি ব্যাংকের এটিএম-সিআরএম চালুর চুক্তি স্বাক্ষর


মেট্রোরেল এমআরটি-৬ লাইনের সব স্টেশনে এটিএম ও ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) স্থাপনের জন্য এনসিসি ব্যাংক পিএলসি এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এবং এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিনের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন ডিএমটিসিএলের কোম্পানি সচিব খন্দকার এহতেশামুল কবীর এবং এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের ইভিপি মোহাম্মদ তারিকুল আমিন, এসভিপি ও হেড অব রিটেইল অ্যান্ড ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস বিজনেস জোবায়ের মাহমুদ ফাহিম, ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহাস এবং উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এই উদ্যোগের জন্য এনসিসি ব্যাংকসহ চুক্তি স্বাক্ষরকারী অন্য ব্যাংকগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই চুক্তির মাধ্যমে মেট্রোরেল যাত্রীদের জন্য একটি আধুনিক, স্মার্ট ও ক্যাশলেস পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম গড়ে উঠবে।’

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন বলেন, ‘মেট্রোরেল শুধু ঢাকার যোগাযোগব্যবস্থার উন্নতি করেনি বরং এটি ঘিরে ব্যবসা-বাণিজ্যও ব্যাপক প্রসার লাভ করেছে। ভবিষ্যতে স্টেশনগুলোতে বিপণিবিতান ও শপিংমল গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে, যা এসব স্টেশনকে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করবে।’

তিনি আরও বলেন, ‘এই সম্ভাবনাকে সামনে রেখে বিভিন্ন ব্যাংক মেট্রোরেল স্টেশনগুলোতে এটিএম বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছে। এটি যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ী ও তাঁদের গ্রাহকদের জন্যও লেনদেন সহজ ও নিরাপদ করবে। এনসিসি ব্যাংক ভবিষ্যতেও মেট্রোরেল ও সংশ্লিষ্ট সবার জন্য সর্বোচ্চ ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে কাজ করবে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত