Homeঅর্থনীতিমেট্রোরেলে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে জাইকার ভিডিওগ্রাফি প্রতিযোগিতা

মেট্রোরেলে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে জাইকার ভিডিওগ্রাফি প্রতিযোগিতা


এমআরটি লাইন ৬ প্রকল্পে মেট্রোরেলে যাত্রীদের ব্যক্তি ভ্রমণ অভিজ্ঞতার গল্প তুলে ধরতে ভিডিওগ্রাফি প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ।

‘#মাইএমআরটিএক্সপেরিয়েন্স (#MyMRTExperience)’ শীর্ষক প্রতিযোগিতায় সব নাগরিক, চলচ্চিত্র নির্মাতা ও কনটেন্ট ক্রিয়েটরদের মেট্রোরেল ভ্রমণে নিজেদের প্রতিদিনকার অভিজ্ঞতা ভিডিওতে ধারণ করার আহ্বান জানানো হয়। এমআরটি কীভাবে যাত্রীদের দৈনন্দিন জীবন পরিবর্তনের পাশাপাশি রাজধানীর নগর পরিবহনব্যবস্থার উন্নতিতে ভূমিকা রেখেছে, তা তুলে ধরাই এ প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণে, অংশগ্রহণকারীদের #মাইএমআরটিএক্সপেরিয়েন্স (#MyMRTExperience), #জাইকাবাংলাদেশ (#JICABangladesh) ও #ঢাকামেট্রোরেল (#DhakaMetroRail), ব্যবহার করে ফেসবুকে ধারণকৃত ভিডিও (সর্বোচ্চ দৈর্ঘ্য ২ মিনিট) আপলোড করতে হবে।

ভিডিও পোস্ট করার পরে অংশগ্রহণকারীদের এ লিঙ্কে গিয়ে ফরম পূরণ করতে হবে।

উল্লেখিত হ্যাশট্যাগসহ ২৮ ফেব্রুয়ারির মধ্যে ধারণকৃত ভিডিও আপলোড করতে হবে।

প্রতিযোগীরা শুধু নিজেদের ধারণ করা ভিডিও আপলোড করতে পারবেন। নিশ্চিত করতে হবে, তাঁরা অরিজিনাল কনটেন্ট আপলোড করছেন। একজন প্রতিযোগী শুধু একবারই কনটেন্ট জমা দিতে পারবেন। পাশাপাশি, প্রতিযোগীদের প্রতিযোগিতায় অংশগ্রহণে নিজেদের ফেসবুক প্রোফাইল পাবলিক করে নিতে হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে পুরস্কার। সেরা তিন ভিডিওর জন্য দেওয়া হবে মোট ৫০ হাজার টাকা। প্রতিযোগিতার প্রতিপাদ্যের সঙ্গে মিল রেখে সৃজনশীলতা, কারিগরি মান, প্রভাব, অংশীদারত্ব, উদ্ভাবনী দিকসহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে প্রতযোগীদের ভিডিওগুলো মূল্যায়ন করা হবে।

প্রতিযোগিতার নিয়ম ও শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে অনুগ্রহ করে ভিজিট করুন জাইকা বাংলাদেশ ফেসবুক পেজে (https://www.facebook.com/jicabangladesh/)।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত