Homeঅর্থনীতিমূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে এলে নীতি সুদহার কমানো হবে: আইএমএফকে বাংলাদেশ ব্যাংক

মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে এলে নীতি সুদহার কমানো হবে: আইএমএফকে বাংলাদেশ ব্যাংক


মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে নেমে এলে নীতি সুদহার (পলিসি রেট) কমিয়ে আনা হবে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নরদের সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নীতি সুদহার হ্রাসের সময় সম্পর্কে জানতে চাইলে গভর্নর আহসান এইচ মনসুর জানান, মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে নামলে তখনই পলিসি রেট কমানোর সুযোগ তৈরি হবে।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন, ‘গভর্নরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আইএমএফ প্রতিনিধিরা জানান, তাদের হিসাব অনুযায়ী চলতি বছরের জুন মাসের মধ্যে দেশের মূল্যস্ফীতি ৮.২ শতাংশে নেমে আসবে।’

তিনি আরও জানান, বৈঠকে প্রতিনিধিদল দেশের রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সংস্কার কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছে।

একাধিক বিষয়ে আয়োজিত বৈঠকে আইএমএফ প্রতিনিধিরা দেশের ব্যাংকিং খাতের তারল্য পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। প্রতিনিধি দল জানায়, তারা ১২টি ব্যাংকের তারল্য সংকট নিয়ে উদ্বিগ্ন।

এ প্রসঙ্গে গভর্নর বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় এখন মাত্র পাঁচটি ব্যাংক তারল্য সংকটে রয়েছে। অন্য ব্যাংকগুলো অনেকটাই স্থিতিশীল অবস্থানে ফিরেছে।’

প্রতিনিধিরা জানতে চান, কোন প্রক্রিয়ায় ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হয়েছে। জবাবে গভর্নর জানান, ‘ডিমান্ড প্রমিজরি নোটের’ (প্রতিশ্রুতিপত্র) মাধ্যমে এ সহায়তা দেওয়া হয়েছে। তবে এ পদ্ধতি নিয়ে আইএমএফ সন্তুষ্ট হয়নি বলে জানায় বাংলাদেশ ব্যাংক।

এছাড়া, তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর ঋণ কার্যক্রম বন্ধ রয়েছে কি না, তা জানতে চায় আইএমএফ প্রতিনিধি দল। উত্তরে গভর্নর জানান, এসব ব্যাংকে বড় অঙ্কের ঋণ দেওয়া বন্ধ থাকলেও কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন রিফাইন্যান্স স্কিমের আওতায় এসএমই ও কৃষি খাতে ছোট অঙ্কের ঋণ কার্যক্রম চালু রয়েছে।

তবে আজকের আলোচনায় আইএমএফ প্রতিনিধি দল ব্যাংকগুলোর খেলাপি ঋণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিনিময় হার বিষয়ে আলোচনা করেনি বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত