অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মিরপুর, টঙ্গী ও আশুলিয়ায় অভিযান চালিয়েছে তিতাসের গ্যাস কোম্পানি। এ সময় অভিযুক্তদের কাছ থেকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিতাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঢাবিবি-৪ তিতাস গ্যাস টি অ্যান্ড ডি পিএলসি’র আওতাধীন মিরপুর জোনের কালশী, ইস্টার্ন হাউজিং এলাকায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এসময় ডেনিমিক্স ওয়াশিং, কালশি, সেকশন-১২; আলহামদুলিল্লাহ ওয়াশিং, ব্লক-কে, রোড-এন/২, ইস্টার্ন হাউজিং এবং নাম বিহীন ওয়াশিং কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মোবাইল কোর্ট ২০৮ ফুট জিআই পাইপ, ১২০ ফুট হোস পাইপ, ১টি রেগুলেটর ও ১টি ভালভ জব্দ করে।
এছাড়া ডেনিমিক্স ওয়াশিংয়ের ম্যানেজার আবদুল্লাহ আল মামুনকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়। অভিযানকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপর এক অভিযানে টঙ্গীর বড়দেওড়া এলাকায় তিতাস গ্যাসের অবৈধ লাইন বিচ্ছিন্ন করার অভিযানের অংশ হিসেবে আল্ট্রাভায়োলেট ওয়াশিং নামে ১টি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় প্রায় ১০০ ফুট লাইন উচ্ছেদ করে উৎস পয়েন্ট হতে প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান এসময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানের অংশ হিসেবে জোবিঅ-আশুলিয়ার আওতাধীন বাগবাড়ি, কাশিমপুর, গাজীপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদের জন্য অপর একটি অভিযান চালানো হয়েছে।
অভিযানে ৪টি অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়েছে। এসময় আরও ৫০০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নার বিচ্ছিন্ন করা হয় এবং প্রায় ৪০০ মিটার পাইপ অপসারণ করা হয়।