Homeঅর্থনীতিমহাসড়কের হোটেল-রেস্তোরাঁয় ভ্যাট মেশিন বাধ্যতামূলক, প্রতি মাসে লটারি জেতার সুযোগ ভোক্তার

মহাসড়কের হোটেল-রেস্তোরাঁয় ভ্যাট মেশিন বাধ্যতামূলক, প্রতি মাসে লটারি জেতার সুযোগ ভোক্তার


দেশের মহাসড়কে অবস্থিত হোটেল ও রেস্তোরাঁগুলোতে বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) অথবা সেলস ডেটা কন্ট্রোলার (এসডিসি) মেশিন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এনবিআরের মূসক বাস্তবায়ন অনুবিভাগ থেকে জারি করা চিঠির মাধ্যমে মাঠ পর্যায়ের কমিশনারদের এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ রোববার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল–আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

আল–আমিন শেখ জানান, সব মহাসড়কে অবস্থিত হোটেল–রেস্তোরাঁগুলোতে ইলেকট্রনিক ভ্যাট চালান ইস্যু না করায় সরকারি কোষাগারে যথাযথভাবে ভ্যাট জমা হচ্ছে না বলে সচেতন ভোক্তারা অনবরত অভিযোগ করছেন। মহাসড়কের রেস্তোরাঁগুলোতে চব্বিশ ঘণ্টা ব্যবসায়িক কার্যক্রম চলে। অনেকে ভ্যাট আদায় করলেও সঠিকভাবে তা জমা দেন না।

এনবিআর জানিয়েছে, যথাযথভাবে ভ্যাট আদায়ের লক্ষ্যে সম্প্রতি এনবিআর চেয়ারম্যান দেশের মহাসড়কে অবস্থিত সব হোটেল ও রেস্তোরাঁয় ইএফডি বা এসডিসি মেশিন বাধ্যতামূলকভাবে স্থাপনের নির্দেশনা দেন। এরই পরিপ্রেক্ষিতে এনবিআরের মূসক বাস্তবায়ন অনুবিভাগ থেকে জারি করা চিঠিতে মাঠ পর্যায়ের কমিশনারদের দেশের সব মহাসড়কে অবস্থিত হোটেল ও রেস্তোরাঁয় বাধ্যতামূলকভাবে ইএফডি বা এসডিসি মেশিন স্থাপন এবং প্রতিদিনের লেনদেন নিয়মিতভাবে নজরদারি (মনিটর) করে যথাযথ পরিমাণ ভ্যাট আদায়ের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়।

এনবিআর বলছে, দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য বর্তমান সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। সে লক্ষ্যে এনবিআর রাজস্ব আদায়ের জন্য নতুন নতুন করদাতা চিহ্নিতকরণ ও ভ্যাটের হার পরিবর্তনের পাশাপাশি রাজস্ব ফাঁকি ঠেকানোর জন্য মাঠপর্যায়ে কঠোর নির্দেশনা দিয়েছে। এনবিআর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আইনানুগ রাজস্ব আদায়ের ক্ষেত্রে করদাতাদের সঙ্গে সেবামূলক মনোবৃত্তি বজায় রাখার নির্দেশনা দিয়েছে।

ভোক্তা সাধারণকে মহাসড়কের সব রেস্তোরাঁয় কেনাকাটা করার সময় ইলেকট্রনিক চালান বা রসিদ গ্রহণের আহ্বান জানিয়ে এনবিআর বলেছে, ভ্যাট চালান গ্রহণ না করলে ক্রেতারা যে ভ্যাট পরিশোধ করেছেন, তা সরকারি কোষাগারে জমা হবে না। প্রতি মাসে এনবিআর ইএফডি মেশিন জেনারেটেড ভ্যাটের রসিদগুলোর মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী ভ্যাটদাতাদের শতাধিক পুরস্কার দেবে।

সঠিকভাবে রাজস্ব আদায়ের স্বার্থে সর্বস্তরের সব অংশীজন, ব্যবসায়ী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াসহ সবাইকে সহযোগিতার অনুরোধ জানিয়ে এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিয়মিত ভ্যাট রসিদ গ্রহণ করুণ, প্রতি মাসে আকর্ষণীয় পুরস্কার জিতুন।’

উল্লেখ্য, জেনেক্স আইটি এনবিআরের সঙ্গে যৌথভাবে গত কয়েক বছর ধরে ইএফডি মেশিন স্থাপন ও এর সার্বিক পরিচালনার মাধ্যমে আইবাস (আইভিএএস) সিস্টেমে সকল লেনদেনের তথ্য সন্নিবেশের কাজ করছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত