Homeঅর্থনীতিভিয়েতনাম থেকে এল আরও ২৯ হাজার টন আতপ চাল

ভিয়েতনাম থেকে এল আরও ২৯ হাজার টন আতপ চাল


ভিয়েতনাম থেকে এল আরও ২৯ হাজার টন আতপ চাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১৫: ০৬

ছবি

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে এভাবেই পড়ে আছে ঢাকার কমলাপুর আইসিডিগামী কনটেইনারগুলো। ছবি: আজকের পত্রিকা

ভিয়েতনাম থেকে ২৯ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এরই মধ্যে চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে এবং দ্রুতই এটি খালাস করা হবে। আজ শনিবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত জি টু জি চুক্তির আওতায়  (৩য় চালান) ভিয়েতনাম থেকে ২৯ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে mv OBE Dinares জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

এতে আরও বলা হয়েছে, ‘ভিয়েতনাম থেকে জি টু জি ভিত্তিতে মোট ১ লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে দুটি চালানে মোট  ৩০ হাজার ৩০০ মেট্রিক টন চাল ইতিমধ্যে দেশে পৌঁছেছে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত