Homeঅর্থনীতিব্রিটিশ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বিশেষ দূত সিদ্দিকীর

ব্রিটিশ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বিশেষ দূত সিদ্দিকীর


প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বাংলাদেশি বংশোদ্ভূতসহ ব্রিটিশ ব্যবসায়ী ও নারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যাপক সংস্কার করছে।

শনিবার (৪ জানুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ব্রিটিশ ব্যবসায়ীদের সংগঠন ইউকেবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকের আগে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

ইউকেবিসিসিআই’র চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই এবং ইউকেবিসিসিআই সভাপতি এম জি মওলা মিয়ার নেতৃত্বে তিন দিনের বাংলাদেশ সফরে প্রতিনিধি দল অংশ নিচ্ছেন।

বিশেষ দূত বিনিময় হার, রিজার্ভ, রফতানি, বন্দর হ্যান্ডলিং রেট ইত্যাদি সামষ্টিক অর্থনৈতিক ফ্রন্টের ইতিবাচক অগ্রগতি এবং বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল অভিজ্ঞতা তৈরির জন্য পুরো প্রশাসনজুড়ে ইতিমধ্যে গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে প্রতিনিধিদের অবহিত করেন।

তিনি শ্রম সংস্কার, তৈরি পোশাক খাত, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিক সংস্কার যাত্রা নিয়ে ব্যবসায়ীদের নানা প্রশ্নের জবাব দেন।

তিনি বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমরা ব্যবসার জন্য উন্মুক্ত। আমরা আপনার প্রশ্নের উত্তর দিতে আগ্রহী। দয়া করে সেগুলো জিজ্ঞাসা করতে থাকুন। দয়া করে নিজেরাই একবার দেখে নিতে ভিজিট করতে থাকুন। আপনি যা দেখেন এবং শোনেন তা যদি আপনার পছন্দ হয় তবে দয়া করে কথাটি ছড়িয়ে দিতে সহায়তা করুন।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ, যুক্তরাজ্যের সংসদ সদস্য রূপা হক প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত