কোনও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে আমানতকারীরা সর্বোচ্চ ২ লাখ টাকা ফেরত পাবেন। এ বিধান যুক্ত করে নতুন ‘আমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া প্রস্তুত করেছে বাংলাদেশ ব্যাংক।
বর্তমানে প্রচলিত আইনে ফেরতের সীমা এক লাখ টাকা। আগের আওয়ামী লীগ সরকার এটিকে ২ লাখ টাকায় উন্নীত করার উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন হয়নি। এবার নতুন খসড়া তৈরি করে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্টদের মতামত চেয়েছে।
খসড়াটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করে সংশ্লিষ্টদের কাছে মতামত আহ্বান করেছে অর্থ মন্ত্রণালয়।